শুধু অভিনয় নয়, ব্যবসা করেও কোটি কোটি টাকা কামাচ্ছেন এই বলিউড তারকারা

Bollywood actors investments : বিগত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমান খান (Salman Khan)। এখন তাদের এক একটি ছবি থেকে কোটি কোটি আয় হয়। কিন্তু তাদের এই কোটি কোটি টাকা তারা কি শুধু নিজেদের লাইফ স্টাইল মেইনটেইন করার জন্য খরচ করেন? নাকি অন্য কোথাও ব্যয় করেন? চলুন জেনে নিই এই প্রতিবেদনে।

খানেদের বলিউডে সর্বদাই সামনের সারিতে রাখা হয়েছে। সলমন খানের টাইগার ফ্র্যাঞ্চাইজি হোক।আবার শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস- সবধরনের চরিত্রেই তারা দর্শকদের মন কেড়ে নিতে পারে। দীর্ঘদিন দাপটে রাজ করায় এই দুই খানের হাতে রয়েছে প্রচুর সম্পত্তি। রাশি রাশি টাকা, বিলাসবহুল একাধিক অ্যাপাটমেন্ট, গাড়ি।

SHAH RUKH KHAN AND GAURI KHAN

কিন্তু এত টাকা তারা নিজেদের লাইফস্টাইলে খরচ করেননা। তারা তাদের এই রোজগারের বিপুল টাকা রিয়েল এস্টেট মার্কেটে বিনিয়োগ করেন। আর এই রিটেল আয় থেকে টাকা লাগিয়ে অন্তত ১০ শতাংশ রিটার্ন পান! এই বিনিয়োগ বলিউডের একাধিক সুপারস্টার করেন। সেটা থেকে তারা কোটি কোটি টাকা ইনকাম করে।

এবার আমরা জেনে নেব কিভাবে এই রিয়েল এস্টেট মার্কেটে বিনিয়োগ করে কোটি কোটি টাকা উপার্জন করেন। তথ্য বলছে বলিউডের সুপার স্টাররা কমার্শিয়াল প্রপার্টির থেকে বেশি ব্যবসায়ীক প্রপার্টি কেনেন। যেগুলো ব্যবসায়ীক কাজের জন্যে ব্যবহার করা হয়।

Salman Khan`s Bracelet

আর এই অভিনেতারা নিজেদের কেনা ব্যবসায়ীক প্রপার্টি গুলো বড়ো বড় কোম্পানিকে ভাড়া দেয়। আর সেখান থেকে প্রত্যেক বছর ভাড়া বৃদ্ধিতে লাভবান হন বলিউডের অভিনেতারা। কারণ বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, রেসিডেন্সিয়াল প্রপার্টি’র থেকে কমার্শিয়াল প্রপার্টি’র ভাড়া এবং দাম দুটোই প্রত্যেক বছর দ্রুত গতিতে বৃদ্ধি পায়।

SALMAN KHAN NEW HOTEL

আরও পড়ুন : সিনেমা পিছু ১৫ কোটি, ইনস্টাগ্রাম পোস্ট ১.৫কোটি! বছরে কত টাকা আয় করেন দীপিকা পাডুকোন?

উল্লেখ্য, বলিউডের সুপারস্টার সলমন খান ২০২২ সালে তার একটি চারতলা বিল্ডিংয়ে জায়গা মুম্বইতে ফিউচার রিটেল লিমিটেডের একটি সহযোগী সংস্থা টিএনএসআই রিটেইল প্রাইভেট লিমিটেডকে ভাড়া দেন । সেখান থেকে অভিনেতা প্রতি মাসে প্রায় ৮৯.৬ লক্ষ টাকা আয় করেন। এদিকে করণ জোহারও তার দুটি ব্যবসায়ীক সম্পত্তি ধর্ম প্রোডাকশনের নামে প্রতি মাসে প্রায় ১৮ লাখ এবং প্রায় ৭ লাখ টাকা ভাড়াতে লিজে দিয়েছিলেন।

আরও পড়ুন : একটা ছবি পোস্ট করলেই কোটিপতি! ইনস্টাগ্রামে পোস্ট পিছু কত টাকা নেন শাহরুখ?