স্ত্রীকে কত টাকার খোরপোষ দেবেন ধনুশ? প্রকাশ্যে রজনীকান্তের জামাইয়ের মোট সম্পত্তির পরিমাণ

২০ বছরের বিয়ে ভেঙে আলাদা হলেন রজনীকান্তের কন্যা ঐশ্বর্য এবং ধনুশ। হাতে পেয়ে গেলেন ডিভোর্সের ডিক্রি। এ আর রহমান এবং সায়রার পর গ্ল্যামার দুনিয়াতে আরও একটি ডিভোর্স ঘটনা ঘটলো। জানেন এই ডিভোর্সে স্ত্রীকে কত টাকার খোরপোষ দেবেন ধনুশ (Dhanush)? কত সম্পত্তির মালিক রজনীকান্তের মেয়ে এবং জামাই?

বিগত বেশ কয়েক বছর ধরেই ধনুশ এবং ঐশ্বর্যর (Aishwarya) ডিভোর্স নিয়ে চর্চা চলছে। যদিও মেয়ে জামাইয়ের সংসার বাঁচাতে মরিয়া ছিলেন রজনীকান্ত। তিনি বহুবার দুজনকে নিয়ে আলোচনায় বসেছেন। কিন্তু কিছুতেই কিছু হলো না। সম্প্রতি আদালতে হাজির হয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন ধনুশ এবং ঐশ্বর্য। পারিবারিক সম্মতিতেই তাদের ডিভোর্স হচ্ছে।

Dhanush and Aishwarya

ধনুশ এবং ঐশ্বর্য বর্তমানে যাত্রা এবং লিঙ্গা নামের দুই পুত্র সন্তানের বাবা-মা। বড় ছেলের বয়স ১৮ এবং ছোট ছেলের বয়স ১৪ বছর। ২০২২ সালের ১৮ই জানুয়ারি তারা প্রথম বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। এই খবরে বেশ বড়সড় ধাক্কা লেগেছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কারণ সিনেমা দুনিয়াতে সবাই তাদের পাওয়ার কাপল বলে জানতেন। তারা যে আলাদা হয়ে যাবেন এমনটা ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারেননি। বিবাহ বিচ্ছেদের কারণ অবশ্য কখনও প্রকাশ করেননি দুজনে।

২০২২ সালে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে ধনুশ এবং ঐশ্বর্য যৌথভাবে সোশ্যাল মিডিয়াতে লেখেন, “বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বর্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা’’।

আরও পড়ুন : ৭০,০০০ কোটির ব্যবসা তার নামে! রামচরনের স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ঘুরিয়ে দেবে মাথা

Dhanush and Aishwarya

আরও পড়ুন : ইনস্টাগ্রামে একটা পোস্ট করে দক্ষিণী তারকারা কে কত টাকা পান

এই মুহূর্তে ধনুশের সম্পত্তির পরিমাণ ২৩০ কোটি টাকা। আর ঐশ্বর্যের সম্পত্তির পরিমাণ ১৪৫ কোটি টাকা। সঙ্গে বাবা রজনীকান্তের বিশাল সম্পত্তির মালিক তিনি। এখনো পর্যন্ত এই ডিভোর্স থেকে খোরপোষ সংক্রান্ত কোনও তথ্য উঠে আসেনি। ধনুশের থেকে সম্ভবত খোরপোষ নেবেন না ঐশ্বর্য। বিচ্ছেদের পরেও দুই সন্তানকে সমানভাবে দায়িত্ব সহকারে মানুষ করছেন এই দুই তারকা।