How Much Kollywood Actors Charges For Their Instagram Post : বলিউড হোক অথবা দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি, এখন সেলিব্রিটিরা শুধু অভিনয় করেই যে টাকা রোজগার করেন তা কিন্তু নয়, বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করে অথবা মডেলিং করেও অর্থ উপার্জন করেন তারা। এছাড়াও অনেক তারকারা অভিনয়ের পাশাপাশি যুক্ত থাকেন বিভিন্ন ব্যবসার সঙ্গে। তবে আরও একটি পথ রয়েছে যেখান থেকে তারকারা করেন ইনকাম, আর সেটি হল Instagram। আজ আমরা জানব দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা Instagram থেকে ঠিক কত টাকা আয় করেন এক একটি পোষ্ট থেকে।
Rashmika Mandanna : সম্প্রতি Animal সিনেমায় অসাধারণ অভিনয় করে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও নিজের জায়গা পাকা করছেন অভিনেত্রী। রশ্মিকা প্রত্যেকটি ইনস্টাগ্রামের পোষ্ট থেকে উপার্জন করেন ২০ থেকে ৩০ লক্ষ টাকা। এই মুহূর্তে তিনি দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর মধ্যে একজন।
Vijay Deverakonda : অর্জুন রেড্ডি, লাইগার, ওয়ার্ল্ড ফেমাস সহ আরো বহু সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন যে সুদর্শন দক্ষিণী অভিনেতা, তার নাম বিজয় দেবেরকোন্ডা। বিজয়ের instagram এ ফ্যান ফলোইং সংখ্যা লক্ষাধিক আর তাই বিজয় ইনস্টাগ্রামে এক একটি পোষ্টের জন্য নিয়ে থাকেন ১ থেকে ২ কোটি টাকা।
Samantha Ruth Prabhu : সামান্থা রুথ প্রভু দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেত্রী। সম্প্রতি শকুন্তলম সিনেমায় অসাধারণ অভিনয় করে নজর কেড়েছেন তিনি। অভিনেত্রী এক একটি পোষ্টের জন্য নিয়ে থাকেন ১৫ থেকে ২৫ লাখ টাকা।
Mahesh Babu : দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন দামি অভিনেতা হলেন মহেশ বাবু। মহেশ বাবুর একটি উক্তি ঘিরে বলিউড এবং সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে মনোমালিন্য শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে তা মিটে যায়। তবে মহেশ বাবু এখনো বলিউডে অভিনয় করতে একেবারেই রাজি নন। মহেশ বাবু সোশ্যাল মিডিয়ায় এক একটি পোস্ট করার জন্য নিয়ে থাকেন ১ থেকে ২ কোটি টাকা।
Kajal Aggarwal : সিংঘাম খ্যাত কাজল আগারওয়ালের সোশ্যাল মিডিয়ায় রয়েছে, ২৬ মিলিয়নের বেশি ভিউয়ার্স। কাজল শুধু সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি নয় বলিউডেরও একজন নামি অভিনেত্রী। কাজল এক একটি পোষ্টের জন্য নিয়ে থাকেন ৫০ লাখ থেকে ১ কোটি টাকা।
Allu Arjun : পুষ্পা সিনেমার হাত ধরে রাতারাতি সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয়তা তৈরি হয়েছে আল্লু অর্জুনের। অভিনেতা এই মুহূর্তে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। অভিনেতা এক একটি পোষ্টের জন্য নিয়ে থাকেন ৭ থেকে ৮ কোটি টাকা।