বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নতুন নায়িকার আবির্ভাব হতেই থাকছে। কিন্তু নতুনদের এই ভিড়েও পুরনো অভিনেত্রীরা দাপটের সঙ্গে কাজ করে চলেছেন নিজের জায়গা ধরে রেখে। টলিউডের (Tollywood) তেমনই একজন অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবেও তাকে ভীষণ পছন্দ করেন ভক্তরা।
বর্তমানে কোয়েল মল্লিক হলেন বাংলার একমাত্র অভিনেত্রী যার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও বিতর্ক নেই। অভিনেত্রী তার পেশাগত জীবন এবং সংসার জীবন খুব সুন্দরভাবে ভারসাম্য বজায় রেখে চলছেন। রঞ্জিত মল্লিকের কন্যা ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় ক্ষমতার জেরে আজ এক নম্বর নায়িকাতে পরিণত হয়েছে।
অবশ্য রঞ্জিত মল্লিক চাননি তার মেয়ে সিনেমাতে আসুন। তিনি চেয়েছিলেন কোয়েল পড়াশোনাই করুন। বাবার এক প্রকার অনিচ্ছাতেই প্রথম ছবি ‘নাটের গুরু’তে অভিনয়ের মাধ্যমে টলিউডে পা রাখেন কোয়েল। তারপর তাকে ফিরে তাকাতে হয়নি। রঞ্জিত মল্লিকের মেয়ে হিসেবে নয়, কোয়েল তার নিজের নামেই সুপ্রতিষ্ঠিত হয়েছেন।
প্রথম ছবি সুপারহিট হওয়ার পর একটার পর একটা ছবির সুযোগ এসেছে কোয়েলের হাতে। জিৎ, দেব থেকে শুরু করে প্রসেনজিৎ, টলিউডের বেশিরভাগ সুপারস্টারের সঙ্গে কাজ করা হয়ে গিয়েছে তার। এখন তিনি একাই নায়কবর্জিত একটি সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সুনাম বাড়ার সঙ্গে সঙ্গে কোয়েলের পারিশ্রমিকও বেড়েছে।
কোয়েল মল্লিক এখন খুব বেশি ছবিতে অভিনয় করেন না। এখন তার সংসার হয়েছে, স্বামী এবং সন্তানকে নিয়ে সুখে শান্তিতে আছেন তিনি। এখন খুব বেছে বেছে সিনেমাতে অভিনয় করতে দেখা যায় তাকে। বর্তমানে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কোয়েল। জানেন তিনি কত পারিশ্রমিক পান প্রতিটি ছবি থেকে?
বিশিষ্ট সূত্রে খবর, কোয়েল মল্লিক এক একটি ছবি থেকে ৫০-৭০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। যদিও এই তথ্যের কোনও নিশ্চিত ভিত্তি নেই। কারণ কোয়েল নিজের মুখে তার পারিশ্রমিক সম্পর্কে সংবাদ মাধ্যমের কাছে জানাননি কিছু। তাকে শেষবার রক্ত রহস্য, বনি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। শীঘ্রই তিনটি নতুন বাংলা ছবিতে তাকে অভিনয় করতে দেখা যাবে।