OTTতে আসছে নতুন ৫ সিনেমা ও ওয়েব সিরিজ, না দেখলে হবে চরম মিস

ওয়েব সিরিজ (web series) ও অন্যান্য ওয়েব কনটেন্ট (Web Content) নিয়ে দর্শকদের উৎসাহ বেড়েছে বেশ কয়েক বছর আগেই। বিশেষ করে করোনা কাল‌ থেকেই দর্শকদের মধ্যে এই ওয়েব সিরিজের প্রতি আকর্ষণ বেড়েছে। তারপর এখন প্রতিবছরই নতুন নতুন ওয়েব সিরিজ ওটিটির পর্দায় দেখতে পাচ্ছেন‌ ভারতীয় দর্শকরা।

আমাদের দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলি (OTT platform) প্রতি সপ্তাহে নানা ধরনের ওয়েব সিরিজ নিয়ে আসেন দর্শকদের। এই সপ্তাহের দর্শকদের জন্য বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ ও সিনেমা নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্মগুলি‌‌। সেই তালিকাই দেওয়া হয়েছে এই প্রতিবেদনে।

Citadel

সিটাডেল (Citadel): প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই ওয়েব সিরিজটির জন্য দর্শকরা বহু দিন ধরেই অপেক্ষা করছিলেন। যদিও একটি হলিউডের ওয়েব সিরিজ। তবে প্রিয়াঙ্কাকে এই সিরিজে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। ২৮ এপ্রিয় ওয়েব সিরিজটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে।

বেদ (Ved): অভিনেতা রীতেশ দেশমুখের পরিচালনায় নির্মিত এই মারাঠি ছবিটি ‘আইএমডিবি’তে ৭.৮ রেটিং পেয়েছে। এই ছবিতে অভিনয়ও করেছেন রীতেশ। ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন রীতেশের স্ত্রী জেনেলিয়া ডি’সুজা। এই ছবিটি ২৮ এপ্রিল ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে।

Peter Pan & Wendy

পিটার প্যান এবং ওয়েন্ডি (Peter Pan & Wendy): ডেভিড লোরি পরিচালিত এই সিনেমাটি একটি অ্যাডভেঞ্চার এবং ফ্যান্টাসি ঘরনার ছবি। এবার ওটিটি পর্দায় আসছে এই ছবিটি‌‌। আগামী ২৮ এপ্রিল ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

U Turn

ইউ টার্ন (U Turn): সম্পূর্ণ থ্রিলার ঘরানার ছবি হল ‘ইউ টার্ন’। এই থ্রিলারের গল্প খুব আকর্ষণীয়। দর্শকদের বহু অপেক্ষার পর এবার ওটিটির পর্দায় আসছে এই ছবিটি। আগামী ২৮ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এর পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।