দীর্ঘ প্রায় বেশ কয়েক মাস কেটে গেল, স্টার জলসার গীতা এলএলবি সিরিয়াল থেকে মিসিং ব্রজবালা দেবী। গীতার ঠাকুমা শাশুড়ি ব্রজবালা দেবী চরিত্রটিতে অভিনয় করছিলেন বাসন্তী চ্যাটার্জী। বর্ষিয়ান এই অভিনেত্রীর পরিস্থিতি এখন খুবই করুণ। একদিকে চরম অসুস্থতা, অন্যদিকে রোজগার বন্ধ হওয়ার ফলে চরম অর্থাভাবে পড়েছেন তিনি। এখন কেমন আছেন বাসন্তী চ্যাটার্জী? স্বর্ণযুগের এই অভিনেত্রীর সংসার এবং চিকিৎসার খরচ চলছে কীভাবে?
এখন কেমন আছেন বাসন্তী চ্যাটার্জী?
বিগত এক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন বাসন্তী দেবী। মাঝেমধ্যেই অসুস্থতার কারণে তাকে বিরতি নিতে হয় শুটিং থেকে। বেশ কয়েকবার হাসপাতাল থেকেও ঘুরে এসেছেন তিনি। মাঝে সুস্থ হলেও হঠাৎ ফিজিওথেরাপি করাতে গিয়ে পায়ে চোট পেয়ে আবার গৃহবন্দী হয়ে পড়েছেন তিনি। শুটিংয়ে যেতে পারছেন না। যার ফলে বন্ধ হয়েছে রোজগার। তার এক মেয়ে রয়েছেন। সেই মেয়ে বিবাহিত। তিনি মায়ের দেখাশোনা করতে পারেন না। কাজেই এই মুহূর্তে বাসন্তী দেবীকে দেখাশোনা করার মত তেমন কেউ নেই তার পাশে।
কীভাবে সংসার চলছে বাসন্তী চ্যাটার্জীর?
আনন্দবাজারের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে বাসন্তী চ্যাটার্জী জানিয়েছেন জমানো টাকা থেকেই কোনরকম সংসার চলছে তার। রোজের খরচ, চিকিৎসা সবকিছু ওইখান থেকেই কোনওরকমে চলছে। ৮৫ বছর বয়সেও রোজগার করতে হয় তাকে। কিন্তু শুটিংয়ে যেতে পারছেন না তাই রোজগারটাও এখন বন্ধ। মেয়ের কথা ভেবে মন খারাপ হয় কিন্তু করার কিছুই নেই তার। এদিকে বাসন্তী দেবী অভিনয় ছাড়া আর কিছুই পারেন না। তাই তিনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব যেন আবার শুটিংয়ে ফিরতে পারেন।
আরও পড়ুন : বাংলা সিরিয়ালের TRP দিন দিন কমে যাচ্ছে কেন? কেন সিরিয়াল দেখছে না কেউ?
আরও পড়ুন : বাবার ইচ্ছের বিরুদ্ধে অভিনয়! জীবন নিয়ে মুখ খুললেন ‘গীতা LLB’ -এর নায়িকা
অবশ্য মেয়ে তার দেখাশোনা না করলেও তার এই চরম দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির মানুষেরা। গীতা এলএলবির প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তী তাকে এককালীন ৯০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছিলেন। এই ধারাবাহিকেরই অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে তার হয়ে সাহায্যের আবেদন করেছিলেন। অভিনেতা, অভিনেত্রী এবং সাধারণ মানুষেরা তাকে প্রায় দুই লাখ টাকা দিয়ে সাহায্য করেছেন। তাই তিনি সবার প্রতি কৃতজ্ঞ। যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে তিনি আবার অভিনয়ে ফিরতে চান। কারণ তাকে তার নিজের খরচ নিজেকেই যে চালাতে হয়।