স্বামীহারা, নিঃসন্তান! শেষ বয়সে কীভাবে দিন কাটাচ্ছেন অনুরাধা রায়?

স্বামী মারা গিয়েছেন সদ্য! কোনও সন্তানাদিও নেই। শেষ জীবনে খুবই অসহায়ভাবে দিন কাটছে অভিনেত্রী অনুরাধা রায়ের। গত ১৭ই অক্টোবর অনুরাধা রায়ের (‎Anuradha Roy) স্বামী দেবরাজ রায়ের (Debraj Roy) হঠাৎ মৃত্যু হয়। স্বামী ছিলেন অনুরাধার সাপোর্ট সিস্টেম। দীর্ঘদিন ধরেই দেবরাজ অভিনয় করতেন না, কিন্তু অনুরাধাকে তিনি বরাবর উৎসাহ দিয়েছেন। স্বামীকে হারিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়েছেন অনুরাধা।

সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমা দিয়ে সিনেমার দুনিয়ায় পা রাখেন দেবরাজ রায়। মর্জিনা আবদল্লাহ, আঘাত, ইনকিলাব, মেজদিদি, তিল থেকে তাল, আশা, গণদেবতা ইত্যাদি বহু সিনেমাতে তিনি কাজ করেছেন একের পর এক। আর অনুরাধাও ৯০ এর দশকের টলিউডের দাপুটে অভিনেত্রী ছিলেন। তথাকথিত নায়িকা তিনি ছিলেন না। তবে পার্শ্বচরিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে দাগ কাটে।

Debraj Roy

যদিও অনুরাধা কিন্তু কখনও অভিনেত্রী হতে চাননি। তিনি অভিনয় শুরু করেন বিয়ের পর। বিয়ের পর স্বামী এবং শ্বশুরবাড়ির জোরাজুরিতেই এক প্রকার টলিউডে পা রাখেন অনুরাধা। ১৯৭৬ সালে যখন তাদের বিয়ে হয় তখন দেবরাজও সবেমাত্র অভিনয় শুরু করেছেন। দেবরাজ রায়ের বাবা তরুণ রায় এবং মা দীপান্বিতা রায় থিয়েটার জগতের মানুষ ছিলেন। ছেলের পাশাপাশি তারা বৌমাকেও অভিনয়ে আসার জন্য উৎসাহ দিতেন।

অনুরাধা শ্বশুরমশাই তরুণ রায়ের থিয়েটার দলে কাজ করতে শুরু করেন। সেখান থেকেই তিনি সত্যজিৎ রায়ের সহকর্মী অজয় বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়েন। অজয় বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক সিনেমা ‘করোটি’ দিয়েই তিনি ক্যামেরার সামনে পা রাখেন। এই সিনেমাতে তার সঙ্গে দেবরাজও অভিনয় করেছিলেন। এরপর আর ঘুরে তাকাতে হয়নি অনুরাধাকে।

Anuradha Roy

উত্তম কুমার পরবর্তী সময়ে যখন বাণিজ্যিক সিনেমার মোড় ঘুরলো টলিউডে অনুরাধা তখন বেশ জাঁকিয়েই বসলেন ইন্ডাস্ট্রিতে। রাজা বাদশা, মান-মর্যাদা, বিয়ের ফুল, চৌধুরী পরিবার, অন্নদাতা, মায়ের আঁচলের মত ৩০০ টিরও বেশি সিনেমাতে কাজ করে ফেলেছেন অনুরাধা। ৯০ এর দশকের শেষ দিক থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে কিছু পরিবর্তন আসতে শুরু করে। সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে দেবরাজ তখন কাজ প্রায় বন্ধ করে দেন। এর উপর ২০১৭ সালে মাইল্ড ব্রেন স্ট্রোকে তার শরীরের ডান দিক পক্ষাঘাতে আক্রান্ত হয়। কিন্তু অনুরাধা কাজ চালিয়ে গিয়েছিলেন।

বর্তমানে অনুরাধাকে বিভিন্ন সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে। গানের ওপারে, বকুল কথা, বোঝেনা সে বোঝেনা, অর্ধাঙ্গিনী‌ থেকে শুরু করে হালফিলে গাঁটছড়া, চিনি এবং বর্তমানে পরিণীতা সিরিয়ালে ঠাকুমার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। কিন্তু স্বামীকে হারিয়ে বর্তমানে খুবই ভেঙে পড়েছেন তিনি। একটি সাক্ষাৎকারে তিনি বলেন দেবরাজ তার জীবনে কী ছিলেন কখনও তা মুখে প্রকাশ করতে পারবেন না অনুরাধা। টলিউড ইন্ডাস্ট্রিতে দেবরাজের সঠিক মূল্যায়ন হয়নি। ৪৮ টা বছর একসঙ্গে কাটিয়েছেন অনুরাধা এবং দেবরাজ। তারা নিঃসন্তান ছিলেন, কিন্তু তাদের সম্পর্কে কখনও কোনও খামতি ছিল না। অনেকের প্রশ্ন করেছেন কেন তারা সন্তান নিলেন না? অনুরাধার জবাব, সন্তানের পরিকল্পনা করার সময়টুকুও তারা পাননি। থিয়েটারের কাজে ডুবে থাকতেন দুজনে। থিয়েটারই তাদের কাছে ছিল জীবন।

আরও পড়ুন : আত্মহত্যা নাকি খুন, মহুয়া রায় চৌধুরীর মৃত্যুর রাতে ঠিক কী হয়েছিল?

Debraj Roy

আরও পড়ুন : চাকরি ছেড়ে অভিনয়! বডিবিল্ডার থেকে কীভাবে কমেডিয়ান হলেন রবি ঘোষ?

শারীরিক অসুস্থতার কারণে মাত্র ৬৯ বছর বয়সে প্রয়াত হলেন দেবরাজ রায়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগলেও কখনও তার আচরণে বা স্বভাবে কোনও পরিবর্তন হয়নি। তাই অনুরাধা কিছুতেই স্বামীর এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না। তবে তাই বলে তিনি ঘরে বসে থাকবেন না। শোক সামলে আবারও লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরবেন অনুরাধা। কারণ কাজই তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। জি বাংলার পরিণীতা সিরিয়ালে নায়ক রুদ্রর ঠাকুমার ভূমিকায় এখন থেকে দেখা যাবে অনুরাধাকে।