রবীন্দ্রনাথ বেঁচে থাকলে সুসাইড করতেন! রবীন্দ্রসঙ্গীত গেয়ে মারাত্বক ট্রোলড হিরো আলম

বাংলাদেশের (Bangladesh) নায়ক তথা গায়ক হিরো আলম (Hero Alom) প্রায় সময় নতুন নতুন গানের উদ্ভাবন করে লাইমলাইট আসেন। কুখ্যাত হোক বা বিখ্যাত, হিরো আলমের গানের ভিডিওতে ভিউজ হয় প্রচুর। হলিউড, বলিউড থেকে শুরু করে নানা বাংলা গানকেও নিজের মতো করে গেয়ে ভিডিও বানিয়েছেন তিনি। কিন্তু রবীন্দ্রসংগীত (Rabindra Sangeet) নিয়ে এর আগে কখনও ভিডিও বানাতে দেখা যায়নি তাকে। এবার সেই কাজটাই করলেন তিনি।

সম্প্রতি রবীন্দ্রনাথের ‘আমারও পরানো যাহা চায়’ গানটি গেয়ে ফের ভাইরাল হলেন হিরো আলম। প্রত্যেকবারের মতো এবারেও গান গেয়ে চরম সমালোচিত হতে হচ্ছে তাকে। তবে এই দফায় কিন্তু নেটিজেনরা তার উপর দারুণ চটে গিয়েছেন। হিরো আলমের কন্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না নেটিজেনরা। তাই গানের ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Hero Alom is coming Kolkata as He will not shoot in Bangladesh any more

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেলাল খানও গানটি শুনে বেজায় বিরক্ত হয়েছেন। তাই তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওর এই সব শিল্প মানহীন, কন্টেন্টে মোটেও দেশ জাতির কোনো উপকার নেই এবং এগুলো যেহেতু সে এখন বাণিজ্যিকভাবে নিয়মিত করছে, তাই আমাদের উচিত ওর সব কিছুই এড়িয়ে যাওয়া।’ এমনকি সোশ্যাল মিডিয়াতে হিরো আলমকে মামলার হুমকির মুখেও পড়তে হয়েছে।

বিতর্কের মুখে পড়ে অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন হিরো আলম। তিনি সাফাই দিয়ে বলেছেন, ‘আমি অনেক গান গেয়েছি; কিন্তু রবীন্দ্রসঙ্গীত আসলে গাইনি। আপনারা যেটা দেখতেছেন, সেটা তো অল্প একটু গাইছি। একটা পিকনিকে গেছিলাম, সেখানে গাইছি। এইভাবে রবীন্দ্রসঙ্গীত গাইলে তো আমার নামে মামলা হয়ে যাবে। আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো না।’

https://youtu.be/bG8uPiq-xcM

হিরো আলম শুধু শখের বশে গানটি গেয়েছিলেন বলে দাবি করছেন। এটা কোনও অফিসিয়াল রিলিজ ছিল না। তিনি আরও বলেছেন, ‘আমি কেকে-কে স্মরণ করে একটা গান গেয়েছি। সেটা কাল রাতেই রিলিজ হয়েছে। আপনারা সেইটা শুনতে পারেন। রবীন্দ্রসঙ্গীত যেইটা ভাইরাল হইছে সেইটা আমি শখ করে গাইছি, ওইটা অফিশিয়াল না।’