সিনেমায় কাজ পেতে সেক্স করতেই হয়! বলিউডের কালো দিক ফাঁস করে বিপাকে শক্তি কাপুর

কাস্টিং কাউচ (Casting Couch), নেপোটিজম বিতর্কে জর্জরিত বলিউড (Bollywood)। এই বিতর্ক উস্কে দিয়েছিলেন খোদ বলিউড সুপারস্টার শক্তি কাপুর (Shakti Kapoor)। ৮০-৯০ এর দশকের ‘খলনায়ক’ এর মুখ ফসকে সেদিন বেরিয়ে এসেছিল এমন কিছু তথ্য যা কার্যত গোটা বলিউডকেই নাড়া দিয়ে যায়। নিজের অজান্তেই তিনি এক মহিলা সাংবাদিককে দিয়ে বসেন কুপ্রস্তাব! শুধু তাই নয়, কাস্টিং কাউচের শিকড় যে বলিউডে কতদূর পর্যন্ত বিস্তৃত তার পরিসংখ্যানটও সেদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন তিনি।

বলিউডের পর্দার ঠান্ডা রক্তের খলনায়ক হিসেবে তার পরিচিতি। কমেডি চরিত্রের আড়ালে দুর্দান্ত খলনায়ক! সাধারণত দেখা গিয়েছে বলিউডের হাড় কাঁপানো খলনায়করা বাস্তব জীবনে মাটির মানুষ। আবার লোকনাথের মত নিপাট ভালো মানুষ বাবা কিংবা দাদার বিরুদ্ধে ওঠে মিটুর ঝড়। তবে বলিউড খলনায়কদের মধ্যে ব্যতিক্রম শক্তি কাপুর। পর্দাতে যেমন তার খলনায়ক ইমেজ চর্চার বিষয়বস্তু, পর্দার বাইরেও তার খলনায়কোচিত ভাবমূর্তি বজায় রয়েছে।

ঘটনার সূত্রপাত ২০০৫ সালে। একটি বেসরকারি টিভি সংস্থার তরফ থেকে চালানো স্টিং অপারেশনে হাতেনাতে ধরা পড়ে যান শক্তি কাপুর। ওই সংস্থার একজন মহিলা সাংবাদিক শক্তি কাপুরকে অভিনেত্রী হওয়ার ইচ্ছা জানিয়ে বলিউডে তাকে সাহায্য করার আবদার করেন। জবাবে শক্তি তাকে বলেছিলেন, “তুমি যদি এই লাইনে আসতে চাও, তবে আমি যা বলব, তোমাকে তাই করতে হবে”। এরপর সরাসরি সেই মহিলা সাংবাদিককে শক্তি বলে বসেন, “আমি তোমার সঙ্গে যৌন সম্পর্কে আগ্রহী”। শক্তি নিজেও জানতেন না তার কথাগুলি রেকর্ড হয়ে থাকবে।

শক্তি অনর্গল বলিউডের কাস্টিং কাউচ নিয়ে কথা বলে যেতে থাকেন। তিনি বলেন বলিউডের নাকি এটাই নিয়ম! বড় বড় অভিনেত্রীরাও যৌন সম্পর্ক স্থাপনের বিনিময়েই এখানে নিজের জায়গা করতে পেরেছেন। নিজের বক্তব্যের সমর্থনে তিনি ঐশ্বর্য রাই বচ্চন, রানী মুখার্জি এবং প্রীতি জিন্টার নাম নেন। কোনও রাখঢাক না করেই তিনি বলেন, “ঐশ্বর্যকে যেতে হয়েছিল সুভাষ ঘাইয়ের কাছে। যশ জোহরের শরণ নিয়েছিলেন রানী। এমনকি প্রীতিকেও এই নিয়ম মানতে হয়েছে”। তার বক্তব্য শোরগোল ফেলে দেয় বলিউডে।

শক্তির বলা কথার সম্পূর্ণটাই রেকর্ড হয়ে যায় ক্যামেরাতে। এই ভিডিও ক্লিপিং এরপর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। যদিও শক্তি অবশ্য পরে দাবি করেন ওই মহিলা সাংবাদিক তাকে নাকি জোর করেই এসব কথা বলতে বাধ্য করেছেন! এমনকি তিনি নাকি আত্মহত্যারও হুমকি দিয়েছিলেন! তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল। সিনেমা এবং টিভির প্রযোজক সংস্থা “ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া” শক্তি কাপুরকে সাময়িকভাবে বলিউডে নিষিদ্ধ ঘোষণা করে দেয়। যদিও এর পরে অবশ্য প্রমাণের অভাবে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু এরপর তাকে আর বলিউডের কোনও প্রজেক্টে দেখা যায়নি।