এই একটি কারণে আমিরের সঙ্গে আর কাজ করে না কাজল, অবশেষে প্রকাশ্য এল কারণ

দুজনেই বলিউডের (Bollywood) খ্যাতনামা সুপারস্টার। একজন দুর্দান্ত অভিনেতা ও অনবদ্য পরিচালক, অন্যজন সদা চঞ্চল নিজের খেয়ালে থাকা এক অভিনেত্রী। কথা বলছি আমির খান (Aamir Khan) এবং কাজল (Kajol) – এর। ‘ফনাহ’ সিনেমাতে এই দুই তারকার কেমিস্ট্রি মন জয় করে নিয়েছিল সকলের। কিন্তু কেন মাত্র একটি সিনেমাতেই একসঙ্গে জুটি বেঁধেছিলেন এই দুই তারকা? কেন আর অন্য কোন সিনেমায় একে অপরের বিপরীতে অভিনয় করেননি আমির এবং কাজল? সম্প্রতি পরিচালক ধর্মেশ দর্শন মুখ খুললেন এই বিষয় নিয়ে।

আমির খান এবং কাজল একে অপরের খুব ভালো বন্ধু হলেও পর্দায় কখনোই সেভাবে একসঙ্গে কাজ করেননি। ১৯৯৭ সালে ‘ইশক’ সিনেমায় কাজল এবং আমির কাজ করলেও একে অপরের বিপরীতে কাজ করেননি। আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন জুহি চাওলা এবং কাজলের বিপরীতে অভিনয় করেছিলেন অজয় দেবগন। ২০২২ সালের ‘সালাম ভেঙ্কি’, সিনেমায় কাজল এবং আমির খান অভিনয় করলেও এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নবাগত তারকা বিশাল জেঠোয়া।

AAMIR AND KAJOL

এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও কেন একে অপরের বিপরীতে কাজ করেননি আমির খান এবং কাজল? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে প্রশ্ন করায় পরিচালক ধর্মেশ দর্শন বলেন, আমিরের একাধিকবার টেক নেওয়ার বদনাম থাকার কারণেই কাজল আমিরের সঙ্গে কাজ করতে চাননি। ‘মেলা’ সিনেমায় প্রথমে কাজলকে নেওয়ার কথা ছিল। আমিরের সঙ্গে কাজ করবেন কিনা সেই বিষয়ে কাজল ভীষণ দ্বিধাগ্রস্ত ছিলেন। আমির যেহেতু একাধিক বার টেক নিতেন, অন্যদিকে কাজল ওয়ান টেক অভিনেত্রী, তাই স্বাভাবিকভাবেই আমিরের সঙ্গে কাজ করতে কাজল না বলে দেন।

কাজল মানা করে দেওয়ার পর টুইংকেল খান্না এবং আমির খানকে নিয়ে ‘মেলা’ সিনেমাটি বানিয়েছিলেন পরিচালক ধর্মেশ দর্শন কিন্তু সিনেমাটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। এই সিনেমাটি টুইংকেল খান্নার কেরিয়ারের সর্বশেষ সিনেমা ছিল। ‘মেলা’ সিনেমাটি ফ্লপ হওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে ধর্মেশ দর্শন বলেন, আমি ছবিটি প্রথমে বানাতে চাইনি। আমার মা সিনেমাটি বানানোর কথা বলেছিলেন আমায়।

AAMIR AND KAJOL

সিনেমাটি নিয়ে ধর্মেশের অভিযোগ, সেই সময় আমির খান ভাই ফয়জল খানকে লঞ্চ করা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে নিজের অভিনয়ের দিকে সেইভাবে খেয়াল করেন নি। আমিরের কথাতেই প্রথম নিজের সিনেমায় অশ্লীল দৃশ্য রেখেছিলাম, যেটা ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’, সিনেমা থেকে নেওয়া হয়েছিল। জনি লিভারের প্রস্রাব পান করার দৃশ্যটি আমি প্রথমে সিনেমায় রাখতে চাইনি, কিন্তু পরে আমিরের কথাতে রাখতে বাধ্য হয়েছি।

আরও পড়ুন : বোনে-বোনে এত হিংসে? রানীর ক্ষতি করতে গিয়ে কাজলের এই কুকীর্তি ফাঁস হয়ে যায় বলিউডে

HAAN MAINE BHI PYAAR KIYA

আরও পড়ুন : ‘ছিল কালো, মোটা, ধুমসি চেহারা’! কীভাবে বলিউডের সুপারহট নায়িকা হলেন কাজল?

শুধু ‘মেলা’ সিনেমাটি নয়, ২০০২ সালে অভিষেক বচ্চন এবং কারিশমা কাপুরকে নিয়ে তৈরি ‘হা ম্যানেভি পেয়ার কিয়া হে’, সিনেমাটি বানিয়েও ভুল করেছিলেন ধর্মেশ দর্শন, এমনটাই মত পরিচালকের। ‘হা ম্যানেভি পেয়ার কিয়া হে’, সিনেমাটিতে অক্ষয় কুমারের অসাধারণ অভিনয় থাকা সত্ত্বেও সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

আরও পড়ুন : ঐশ্বর্যর দ্বিতীয় স্বামী অভিষেক বচ্চন, প্রথম স্বামী কে? পরিচয় জানলে চমকে যাবেন