বলিউডের (Bollywood) বহু মানুষ নিজের কেরিয়ার গড়তে আসেন। কিন্তু খুব কম মানুষই টিকতে পারেন এই ইন্ডাস্ট্রিতে। তবে যারা টিকে যান তারাই হন সুপারস্টার (Superstar)। বলিউডে আজ যারা প্রথমসারির অভিনেতারা রয়েছেন, তারা সকলেই সুপারস্টার। তারা প্রত্যেকেই নিজেদের সুপারস্টার তকমা ধরে রেখেছেন বহু বছর ধরে। নিজের কেরিয়ারে অসংখ্য ব্লকবাস্টার ছবি দিয়েছেন তারা।
এই তালিকায় নাম রয়েছে অনেকের। কিন্তু তালিকার একদম শীর্ষে রয়েছেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের নাম (Akshay Kumar)। বিগত ৩২ বছর ধরে একটানা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন তিনি। এবছর ৫৫-তে পা দিয়েছেন তিনি। কিন্তু তাও ফিটনেসের দিক থেকে অনেক নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের পিছনে ফেলে দেবেন তিনি। ১৯৯১ সালে ‘সৌগন্ধ’ (Saugandh) ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি।
তারপর থেকে মোট ১২২টি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। এক্ষেত্রে অক্ষয় কুমার শীর্ষে রয়েছেন। শাহরুখ, সলমন এবং অজয় কেউ তার রেকর্ড ভাঙতে পারেনি। যদিও বক্স অফিসে অসংখ্য ফ্লপ ছবি দিয়েছেন তিনি। গত বছর মুক্তি পাওয়া ‘রক্ষা বন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘বচ্চন পান্ডে’ এবং সম্প্রতি ‘সেলফি’ বক্স অফিসে অসফল হয়েছে। কিন্তু সফল ছবি দেওয়ার দিক থেকেও শীর্ষে রয়েছেন তিনি।
এখন পর্যন্ত মোট ৩২ টি সফল ছবিতে অভিনয় করেছেন তিনি। অর্থাৎ এখনও পর্যন্ত বক্স অফিসে সবচেয়ে সফল অভিনেতা হলেন অক্ষয় কুমার। তার এই ৩২টি সফল ছবির মধ্যে ২টি ব্লকবাস্টার ১৩টি ছবি সুপারহিট ও ১৭ ছবি হিট হয়েছে। অক্ষয় কুমারের পর এই তালিকায় নাম রয়েছে শাহরুখ খানের। তিনি মোট ২৬টি সফল ছবিতে অভিনয় করেছেন।
যার মধ্যে ১টি সুপার ব্লকবাস্টার, ১০ টি ব্লকবাস্টার ৪টি সুপারহিট ও ১১টি হিট ছবি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সলমন খানের নাম। তিনি মোট ২৫টি সফল ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে ১টি সুপার ব্লকবাস্টার, ১১টি ব্লকবাস্টার, ৫টি সুপারহিট ও ৪টি হিট। সলমনের পরে চতুর্থ স্থানে রয়েছেন অজয় দেবগন। যিনি ২৩টি সফল ছবিতে অভিনয় করেছেন।
যার মধ্যে ৩টি ব্লকবাস্টার, ৬টি সুপারহিট এবং ১৪টি ছবি। তারপর পরেই রয়েছে আরও এক খানের নাম। ইনি হলেন আমির খান। মোট ১৪টি সফল ছবিতে অভিনয় করছেন আমির। যার মধ্যে ব্লকবাস্টার ছবি রয়েছে ৭টি, সুপারহিট ছবি রয়েছে ৩টি এবং হিট ছবি রয়েছে ৪টি।