ভুলে যান বিদেশি সিরিজ, ভারতের সেরা এই ১০টি ওয়েব সিরিজ না দেখলেই হবে চরম মিস

বিগত কয়েক বছরে ভারতীয় দর্শকদের মধ্যে ওয়েব সিরিজ নিয়ে উৎসাহ আরও বেড়েছে। যার ফলে ওয়েব দুনিয়ার তারকারাও আজ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এই জনপ্রিয় ওয়েব সিরিজগুলিতে অভিনয় করে তারা হয়ে গিয়েছেন সুপারস্টার। বর্তমান সময় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া জনপ্রিয় ওয়েব সিরিজগুলির তালিকা দেওয়া হল এই প্রতিবেদনে।

মহারানী (Maharani): সোনি লাইভে ‘মহারানী’ নামক এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। সিরিজটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী হুমা কুরেশিকে। ওয়েব সিরিজে হুমা কুরেশির লুক দেখে অনেকেই আশ্চর্য হয়েছিলেন। তাছাড়াও সিরিজে অন্যান্য চরিত্রগুলিও খুব ভালো লাগবে সকলেরই।

Rudra: The Edge of Darkness

রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস (Rudra: The Edge of Darkness): বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হলেন অজয় দেবগন। তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ হল ‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’। ২০২২ সালে এই ওয়েব সিরিজটি এসেছিল Disney + Hotstar-এ। এই ওয়েব সিরিজটিও খুব জনপ্রিয় হয়েছিল।

বার্ড অফ ব্লাড (Bard of Blood): অভিনেতা ‘ইমরান হাশমি’র প্রথম ওয়েব সিরিজ হল ‘বার্ড অফ ব্লাড’। এই ওয়েব সিরিজে তাকে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। ২০১৯ সালে ‘Netflix’-এ মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজটি।

The Great Indian Murder

দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার (The Great Indian Murder): থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। সিরিজে দুর্দান্ত অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অভিনেতা প্রতীক গান্ধী ও অভিনেত্রী রিচা চাড্ডা।

স্ক্যাম ১৯৯২ (Scam 1992 ): এই ওয়েব সিরিজে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা প্রতীক গান্ধী। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়েছিল এই ওয়েব সিরিজের বিভিন্ন সংলাপ ও মিউজিক। Sony Liv-এ দেখে নেওয়া যাবে এই জনপ্রিয় ওয়েব সিরিজটি।

Aarya

আরিয়া (Aarya): অভিনেত্রী সুস্মিতা সেনকে বহুদিন পর পর্দায় ফিরতে দেখা গিয়েছিল এই ওয়েব সিরিজের মাধ্যমে। সিরিজে তার অভিনয় দর্শকদের চমকে দিয়েছে। ২০২০ সালে ডিজনি + হটস্টারে মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজটি।

জামতারা- সবকা নম্বর আয়েগা (Jamtara – Sabka Number Ayega): ক্রাইম এবং সমাজের একটি দিককে তুলে ধরা হয়েছিল ওয়েব সিরিজের মাধ্যমে। ২০২০ সালে নেটফ্লিক্সে আসা এই ওয়েব সিরিজটি দর্শকদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল।

সেক্রেড গেমস (Sacred Games): ২০১৮ সালে নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন সইফ আলী খান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী। দেশ ও বিদেশে এই ওয়েব সিরিজটি নিয়ে চর্চা হয়েছিল।

Mirzapur

মির্জাপুর (Mirzapur): ২০১৮ সালে আসা এই ওয়েব সিরিজটি দর্শকদের খুব পছন্দ হয়েছিল। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও আলি ফজলের মতো অভিনেতারা। এবার খুব শীঘ্রই আসছে এই ওয়েব সিরিজের তৃতীয় সিজন। অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই ওয়েব সিরিজটি।

দ্য ফ্যামিলি ম্যান (The Family Man): অভিনেতা মনোজ বাজপেয়ীয় অভিনীত এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। ওয়েব সিরিজটির প্রথম সিজন ও দ্বিতীয় সিজন দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল। তাই এবার আসতে চলেছে সিরিজের তৃতীয় সিজন।