এই একটি কারনেই ভুলভুলাইয়া ২ থেকে বাদ দেওয়া হয় অক্ষয় কুমারকে

ভুলভুলাইয়া ২ থেকে কেন বাদ পড়লেন অক্ষয়, অবশেষে জানা গেল আসল কারণ

Here is Why Akshay Kumar is Not a Part of Bhool Bhulaiyaa 2 Reveals Director Anees Bazmee

২০০৭ সালে প্রিয়দর্শনের পরিচালনায় বিদ্যা বালান, শাইনি আহুজা, পরেশ রাওয়াল, আমিশা প্যাটেলকে নিয়ে বলিউডে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’ (Bhool Bhulaiyaa) ছবিটি। ঘরের কমেডি ঘরানার এই ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। আজ এত বছর বাদে সেই ছবির সিক্যুয়েল নিয়ে হাজির বলিউড। তবে ‘ভুলভুলাইয়া ২’তে (Bhool Bhulaiyaa) অক্ষয়ের বদলে পরিচালকের পছন্দ কার্তিক আরিয়ান (Kartik Aaryan)।

ছবির সিক্যুয়েল থেকে কেন অক্ষয় কুমারকে বাদ দেওয়া হল? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বলিউডের অন্দরমহলে। বিশেষত দর্শকদের কাছে অক্ষয় কুমার ছাড়া ‘ভুলভুলাইয়া’ অসম্পূর্ণ ঠেকছে। কার্তিক সেই শূন্যস্থান কতখানি পূরণ করতে পারবেন সেই প্রশ্নও থেকে যাচ্ছে। শেষমেষ অক্ষয় কুমারের কার্তিক আরিয়ানকে সুযোগ দেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক। ঠিক কী বললেন তিনি?

Bhool Bhulaiyaa

ছবির পরিচালক অনীশ বাজমি জানিয়েছেন, “প্রত্যেকেই জানেন, অক্ষয় একজন তারকা। একজন অসাধারণ অভিনেতা ওঁর সঙ্গে আমি বারবার কাজ করতে চাইব। আমরা বন্ধু। ‘সিং ইজ কিং’, ‘ওয়েলকাম’-এর মতো সফল ছবি করেছি আমরা। ভবিষ্য়তে আমরা একসঙ্গে আবার কাজ করব।”

তিনি আরও বলেন, “আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন এই সিদ্ধান্ত কেন নিয়েছি। এটা একদম নতুন একটি ছবি। অক্ষয়কে নিলে আগের ছবিটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু করতে হত। কিন্তু আমরা সেটা করিনি। কার্তিক, কিয়ারা আর টাবুকে মাথায় রেখে এই ছবি তৈরি করেছি আমরা। আমি খুশি যে ওঁদের প্রত্য়েকেরই চিত্রনাট্য় ভালো লেগেছিল। ওঁরা প্রত্য়েকেই কাজ করতে রাজি হয়েছিলেন।”

উল্লেখ্য অক্ষয় কুমার বর্তমানে তার ছবির শুটিং নিয়ে দারুণ ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। যে কারণে কান চলচ্চিত্র উৎসবেও তার থাকা হল না। গতবছর ‘রাম সেতু’ ছবির শুটিং করার সময় করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার। বর্তমানে ‘পৃথ্বীরাজ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এই মুহূর্তে অবশ্য নিভৃতেবাসে থাকতে হচ্ছে তাকে।