শুধু ফিতে কেটেই লাখপতি, দুর্গাপুজোর উদ্বোধনে টিভি তারকাদের পারিশ্রমিক তাক লাগাচ্ছে

দুর্গাপূজো (Durga Puja) আসতে আর মাত্র হাতে গোনা কিছুদিনই বাকি। শহর জুড়ে এখন উৎসবের মরসুম। ঠাকুরের প্রতিমা তৈরি থেকে শুরু করে প্যান্ডেলের খুঁটি বাধার কাজ এখন জোর কদমে চলছে। কলকাতা শহরের সেরা পুজোগুলোর মধ্যে টেক্কা দেওয়ার লড়াই চলছে জোরকদমে। শুধুই দেবী প্রতিমা বা প্যান্ডেলের চাকচিক্য নয়, কোন পূজার উদ্বোধনে কত বড় তারকা আসবেন সেই নিয়েও চলছে অলিখিত প্রতিযোগিতা।

নামী তারকা মানেই সেখানে অনেক বেশি মানুষের ভিড় হবে। তাই যত বড় তারকা, তার দর তত বেশি। তবে এই তারকাদের সাম্মানিক কিন্তু এতটাই চড়া যে খুব সহজেই যে তাদের প্যান্ডেলের মঞ্চে আনা যাবে এমনটা কিন্তু নয়। তারকাদের পূজোর উদ্বোধনে আনতে গেলে কত খরচ হবে জানেন? সৌমিতৃষা কুন্ডু, শন ব্যানার্জী, সোলাঙ্কি রায়দের এক সন্ধ্যার জন্য পারিশ্রমিক কত? রইল তালিকা।

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) : জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুন্ডুর জনপ্রিয়তা এখন তুঙ্গে। কাজেই তার পারিশ্রমিকও যে চড়া হবে তা বলাই বাহুল্য। পুজোর উদ্বোধনের জন্য কত পারিশ্রমিক নিচ্ছে মিঠাই? আনন্দবাজার সূত্রে খবর, মিঠাইয়ের পারিশ্রমিক নাকি ৮৫ হাজার টাকার কাছাকাছি!

দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) : ‘করুণাময়ী রানী রাসমণি’ও বেশ উঁচু পারিশ্রমিক নিয়ে থাকেন পুজোর উদ্বোধনের জন্য। যেকোনও পূজোর উদ্বোধনের জন্য দিতিপ্রিয়া নাকি ৭০ হাজার টাকা নিচ্ছেন। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর এখন তিনি বিভিন্ন ওয়েব সিরিজ এবং ছবির কাজ নিয়ে ব্যস্ত। সেই সঙ্গে চলছে পড়াশোনাও।

দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) : বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রীও পুজোর উদ্বোধনের জন্য বেশ ভালই পারিশ্রমিক পান। ‘সাহেবের চিঠি’র চিঠি পুজোর উদ্বোধনের জন্য ৪৫ হাজার টাকা নিচ্ছেন।

শোলাঙ্কি রায় (Solanki Roy) : এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকাদের মধ্যে শোলাঙ্কিও বেশ সুনাম অর্জন করেছেন। ‘গাঁট ছড়া’ ধারাবাহিকের খড়ির আলাদাই এক ফ্যানবেস রয়েছে। এমনকি তাকে তো স্টার জলসার দুর্গা হিসেবেও দেখতে চেয়েছিলেন দর্শকরা। শোলাঙ্কির সম্ভাব্য পারিশ্রমিকও ৪৫ হাজার টাকা।

manali dey

মানালি দে (Manali Dey) : ‘ধুলোকণা’ ধারাবাহিকের ফুলঝুরি এখন বাংলা সিরিয়ালের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। দীর্ঘ প্রায় এক দশক ধরে তিনি প্রভূত জনপ্রিয়তা এবং খ্যাতির সঙ্গে কাজ করছেন। তিনিও দুর্গাপূজার উদ্বোধনের ফিতে কাটার জন্য ৪৫ হাজার টাকা পারিশ্রমিক পান।

ইন্দ্রাশিষ রায় (Indrasish Roy) : ‘ধুলোকণা’ ধারাবাহিকে মানালির বিপরীতে রয়েছেন ইন্দ্রাশিষ। পূজার উদ্বোধনের জন্য লালনের পারিশ্রমিকও ফুলঝুরির থেকে কম নয়। তিনিও ৪৫ হাজার টাকা পারিশ্রমিক পান।

প্রতীক সেন (Pratik Sen) : মোহর ধারাবাহিকের নায়ক শঙ্খের ফ্যানবেস এখনও দর্শকদের মনে রয়ে গিয়েছে। এখন ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন প্রতীক। পূজোর উদ্বোধনের পারিশ্রমিক হিসেবে তিনিও ৪৫ হাজার টাকার কাছাকাছি পারিশ্রমিক নিয়ে থাকেন।

শন ব্যানার্জি (Sean Banerjee) : এই তালিকা অনুযায়ী সম্ভবত সবথেকে চড়া পারিশ্রমিকের তারকা হলেন শন। ‘মন ফাগুন’ ধারাবাহিকের নায়ক শন মহিলাদের কাছে দারুণ জনপ্রিয়। তার এই জনপ্রিয়তা নাকি লাখ টাকার সামিল! তাই তো তিনি ১ লক্ষ টাকা পারিশ্রমিক নেন যে কোনও পূজোর উদ্বোধনের জন্য।

শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) : ‘গুড্ডি’ ধারাবাহিকের নায়িকাও বাকিদের তুলনায় কিছু কম যান না। তিনি এই মুহূর্তে পূজোর উদ্বোধনের জন্য ৪০ হাজার টাকা করে নিচ্ছেন।

সৃজলা গুহ (Srijla Guha) : স্টার জলসায় সদ্য শেষ হয়েছে ‘মন ফাগুন’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকের নায়িকা সৃজলার এটাই ছিল প্রথম কাজ। শন ব্যানার্জির বিপরীতে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনিও। পুজোর উদ্বোধনের জন্য তার পারিশ্রমিক ৩৫ হাজার টাকা।

অর্কজা আচার্য (Arkaja Acharya) : ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের হাত ধরে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অর্কজা। এরপর মিঠাই ধারাবাহিকে ‘বসুন্ধরা’ চরিত্রটিতেও কিছুদিনের জন্য তার দেখা মেলে। আপাতত কালার্স বাংলার একটি ধারাবাহিকে তিনি অভিনয় করছেন। তিনি পূজার উদ্বোধনের জন্য ২৫ হাজার টাকা পারিশ্রমিক পাচ্ছেন।

Gourab Roy Choudhury

গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury) : ‘পিলু’ ধারাবাহিকের নায়ক আহির ওরফে গৌরব রায়চৌধুরীর জনপ্রিয়তা বাকিদের তুলনায় তুলনামূলকভাবে কম। কাজেই অন্যদের তুলনায় তার পারিশ্রমিক কিছুটা নেমেছে। পূজোর উদ্বোধনের জন্য তিনি পাচ্ছেন ৩০ হাজার টাকা।