একসময় কোটিপতি আজ ভাগ্যের পরিহাসে আজ ভিখারি হয়েছেন এই ৫ বলিউড তারকা

অভিনয় জগতের একদিকে যেমন রয়েছে খ্যাতি, অর্থ, যশ, প্রতিপত্তি, উপচে পড়া গ্ল্যামার, অন্যদিকে তেমনই প্রদীপের তলার অন্ধকারের মত লুকিয়ে রয়েছে চরম অর্থ কষ্ট, বেকারত্ব ভরা কঠিন জীবন। এই ইন্ডাস্ট্রিতে আজ যিনি রাজা, কাল তিনিই ফকির হতে পারেন। বলিউডের (Bollywood) পাঁচ তারকা সঙ্গে ইতিমধ্যেই এমনটা ঘটে গিয়েছে। এদের মধ্যে কারও কারও পরিণতি এতটাই ভয়ংকর ছিল যা শুনলে শিউরে উঠতে বাধ্য হবেন। এক নজরে জেনে নিন বলিউডের সেই পাঁচ তারকার পরিচয়, যারা চরম অর্থ কষ্টে দিন কাটিয়েছেন।

সতীশ কৌল (Satish Kaul) : একটা সময় অমিতাভ বচ্চন, দিলীপ কুমারদের মত তারকাদের সঙ্গে কাজ করেছিলেন সতীশ। তবে অভিনয় জীবনে তার সুদিন বেশি দিন ছিল না। অভিনয় ছেড়ে দেওয়ার পর ১০ বছর চূড়ান্ত অর্থকষ্টের মধ্যে তার দিন কেটেছে। ২০১৯ সালের জানুয়ারি মাসে সংবাদ মাধ্যম তার অবস্থার কথা তুলে ধরে। তখন পাঞ্জাব সরকার তাকে সাহায্য করার জন্য তার হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেয়।

পূজা দাদওয়াল (Puja Dadwal) : সালমান খানের সঙ্গে একই সিনেমায় কাজ করেছিলেন পূজা। তবে বলিউডে তার যাত্রা ছিল সাময়িক। তার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে অসুস্থ অবস্থায় চিকিৎসা করানোর জন্যও তার হাতে টাকা ছিল না। তখন তিনি সালমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে সালমান খান তার সম্পর্কে জানতে পেরে তাকে সাহায্য করেন এবং সালমানের সহায়তায় আজ তিনি সম্পূর্ণ সুস্থ।

সাভি সিধু (Savi Sidhu) : অনুরাগ কাশ্যপের ছবি ‘পাঁচ’ দিয়ে শুরু হয়েছিল তার কেরিয়ার। এই ছবিটি বক্স অফিসে মুক্তি পায়নি। এরপর অনুরাগ কাশ্যপের ‘গুলাল’ এবং ‘ব্ল্যাক ফ্রাইডে’তেও তিনি অভিনয় করেন। অক্ষয় কুমারের ‘পাটিয়ালা হাউস’ এও অভিনয় করেছিলেন তিনি। একসময় তার হাতে ছিল অনেক কাজ। কিন্তু পরে বলিউড থাকতে বাধ্য হন তিনি। এখন সিকিউরিটি গার্ডের চাকরি করে সংসার চালাতে হয় তাকে।

রাজেন্দ্র কুমার (Rajendra Kumar) : বলিউডের এই সুপারস্টারের জীবনেও এক সময় অন্ধকার ঘনিয়ে এসেছিল। একটা সময় ছিল যখন রাজেন্দ্র কুমারের সব ছবি ছিল সুপারহিট। সিনেমা হলে শুধু রাজেন্দ্র কুমারের সিনেমা দেখতেই আসতেন দর্শকরা। তার সব ছবি হিট হওয়ার কারণে তাকে ‘জুবিলী কুমার’ও বলা হত। তবে এক সময় তাকে এতটাই অর্থ কষ্ট ঘিরে ধরে যে রাজেশ খান্নার কাছে তাকে নিজের বাংলো বিক্রি করতে হয়েছিল।

মহেশ আনন্দ (Mahesh Anand) : বলিউড তারকাদের মধ্যে সব থেকে করুণ পরিস্থিতির শিকার হয়েছিলেন মহেশ। একসময় তিনি ছিলেন বিখ্যাত ভিলেন। কিছুদিন আগেই তার বাংলো থেকে তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। দীর্ঘ ১৮ বছর তার হাতে কোনও কাজ ছিল না। যে কারণে তার এই পরিণতি হয়।