টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে প্রায় ৩৫ বছর ধরে রাজত্ব করছেন প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee)। তার কাছে এই প্রজন্মের টলিউড অভিনেতারা নেহাতই শিশু। বর্তমান প্রজন্মের টলিউড নায়কদের সঙ্গে ইন্ডাস্ট্রি প্রসেনজিতের বেশ ভাল সম্পর্ক আছে। তবে টলিউডে একজন বিশেষ অভিনেতা রয়েছেন যার উপর বেজায় অসন্তুষ্ট ‘খোদ ইন্ডাস্ট্রি’! তিনি আর কেউ নন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)।
বনির উপর প্রসেনজিৎ এতটাই অসন্তুষ্ট যে তিনি নাকি প্রকাশ্যেই তাকে ধমকে দিয়েছিলেন। তবে এই বনিই কিন্তু ছোট বয়স থেকে প্রসেনজিতের একাধিক ছবিতে অভিনয় করেছেন। বনির মা পিয়া সেনগুপ্ত এবং বাবা হলেন জনপ্রিয় পরিচালক অনুপ সেনগুপ্ত। অনুপ সেনগুপ্তের একাধিক ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। তাই তিনি বনিকে ছোট থেকে বড় হতে দেখেছেন।
ছোট থেকেই পরিচিতি থাকার সুবাদে প্রসেনজিৎকে ‘মামু’ বলে ডাকতেন বনি। সেই বনি বড় হয়ে যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করলেন, নায়ক হলেন, তখনই প্রসেনজিতের রোষের মুখে পড়তে হয় তাকে। তার কারণটা রচনা ব্যানার্জীর ‘দিদি নাম্বার ওয়ানে’ এসে ফাঁস করেছেন বনি। রচনাও এর প্রকৃত কারণটা জানেন। তাই তিনি এতদিনে তা সকলের সামনে প্রকাশ করেই দিলেন।
রচনা বলেন, “অনুপদার প্রচুর ছবিতে আমি আর বুম্বাদা অভিনয় করেছি। তখন বনি অনেক ছোট। তখন ও বুম্বাদাকে মামা বলত। আর এখন যখন সকলে সামনে ও মামা বলে ডাকে, তখন বুম্বাদা খুব রেগে যায়।” প্রসেনজিৎ বনিকে দাদা বলে ডাকার হুকুম করেন। এই কথা বলতে বলতে হেসে গড়িয়ে পড়েন রচনা। আসলে প্রসেনজিৎ এবং বনির মাঝের সম্পর্কটা মামা-ভাগ্নের মতই খুবই মিষ্টি।
রচনা ব্যানার্জী এবং প্রসেনজিৎ চ্যাটার্জীর জুটিটা টলিউডের অন্যতম জনপ্রিয় হিট জুটি ছিল। একসঙ্গে প্রায় ৩৫ টি ছবিতে তারা অভিনয় করেছেন। তবে এখন অবশ্য পর্দাতে আর দেখা যায় না তাদের। প্রসেনজিৎ এখনও সিনেমাতে চুটিয়ে অভিনয় করে চলেছেন। তবে রচনা বহু বছর আগেই অভিনয় ছেড়েছেন। বর্তমানে তিনি জি বাংলাতে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করেন।
অন্যদিকে প্রসেনজিতের ‘ভাগ্নে’ বনি মাত্র ৯ বছর হল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। বর্তমানে তিনি টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। অভিনেতা হওয়ার পাশাপাশি এখন ছবির প্রযোজনাও করছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বনির প্রযোজিত ছবির ‘ডাল বাটি চুর্মা’।