চুরি নয় ডাকাতি! স্টার জলসার সিরিয়ালের গল্প টুকে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল, ক্ষোভে ফুঁসছে দর্শকরা

ফের একবার বাংলার জনপ্রিয় দুই চ্যানেল স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) দর্শকদের মধ্যে বেঁধে গেল গন্ডগোল। কিছুদিন আগে স্টার জলসার বিরুদ্ধে জি বাংলার সিরিয়ালের গল্প চুরি করার অভিযোগ উঠেছিল। দর্শকরা দাবি করেছিলেন ‘সাহেবের চিঠি’ নাকি ‘খেলনা বাড়ি’র গল্প নকল করেছে! তবে এবার হল ঠিক তার উল্টোটা। জি বাংলা বিরুদ্ধে স্টার জলসার পুরনো জনপ্রিয় সিরিয়ালের গল্প চুরি করার অভিযোগ উঠল।

ঘটনার সূত্রপাত, জি বাংলার আসন্ন নতুন সিরিয়ালের প্রোমোকে কেন্দ্র করে। খুব শীঘ্রই জি বাংলাতে আসছে নতুন একটি সিরিয়াল যার নাম ‘ইচ্ছে পুতুল’ (Ichhe Putul)। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে সিরিয়ালের প্রথম প্রোমো দিয়ে টাইম স্লট জানানো হয়েছে। এই প্রোমো থেকে জানা যাচ্ছে ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে শুরু হচ্ছে নতুন সিরিয়ালটি।

দর্শকদের অভিযোগ, প্রোমো থেকে তারা টের পেয়েছেন ‘ইচ্ছে পুতুল’ আসলে স্টার জলসার জনপ্রিয় ‘ইচ্ছেনদী’র গল্প নকল করেছে। কারণ প্রোমোতে দুই বোনের গল্প তুলে ধরা হয়েছে। দুই বোনের মধ্যে যে বড় সে ছোট বোনকে সবসময় হিংসে করে। তার পছন্দের জিনিসগুলোকে কেড়ে নিতে চায়, তা সে সোনার হার হোক কিংবা প্রেমিক!

ছোট বোন মেঘের জন্মদিনে তার পার্টিতে এসে উপস্থিত হয় কলেজের প্রফেসর। তাকে দেখেই প্রেমে পড়ে যায় মেঘের দিদি। যদিও মেঘ এবং তার কলেজের প্রফেসর একে অপরকে পছন্দ করে। এর পরের দৃশ্যে দেখা যায় পার্টির মধ্যেই মেঘের দিদি অসুস্থ হয়ে পড়েছে। এটা দেখে তাদের মা ছোট মেয়েকে ডেকে বলেন, ‘‘মেঘ তাড়াতাড়ি আয়, তোর রক্ত ছাড়া তো ওকে বাঁচানো যাবে না।”

মেঘের দিদি যতই ছোট বোনকে হিংসে করুক না কেন, মেঘ কিন্তু তার দিদি অন্ত প্রাণ। তাই সে অভয় দিয়ে বলে, “দিদি তোর কিচ্ছু হবে না, আমি আছি কি জন্য।” অর্থাৎ বোঝাই যাচ্ছে মেঘের দিদি থ্যালাসেমিয়া বা এরকমই কোনও দুরারোগ্য রোগে আক্রান্ত। ছোট থেকেই দিদির জন্য রক্তের পাশাপাশি সর্বস্ব উজাড় করে দিয়েছে মেঘ। বড় হয়ে দিদির নজর পড়েছে তার প্রেমিকের উপর। সে কি দিদির জন্য এবার তার ভালোবাসারও বলিদান দেবে?

প্রোমো দেখে দর্শকরা এক বাক্যে বলছেন ইচ্ছেনদী সিরিয়ালের গল্পের সঙ্গে অনেক মিল তারা পাচ্ছেন এই নতুন সিরিয়ালের। প্লটের পাশাপাশি সিরিয়ালের নামটাও প্রায় এক। তাই কেউ লিখছেন, “এতদিন জানতাম প্লট চুরি হয়, কিন্তু এ তো দেখছি পুরো ডাকাতি। সিরিয়ালের নামে এমন মিল। এমনকি কেন্দ্রীয় চরিত্রের নামটাও ঝেঁপে দিয়েছে।” তাই দর্শকরা লিখছেন ‘ইচ্ছে নদী ২’ নাম দিলেও চলত, ‘ইচ্ছে পুতুল’ নাম দেওয়ার কি দরকার ছিল?