বলিউডের (Bollywood) ইতিহাসে অন্যতম সেরা কালজয়ী ছবি হিসেবে রয়েছে আমির খানের (Aamir Khan) থ্রি ইডিয়টস (3 Idiots) ছবিটি। ছবিতে র্যাঞ্চো, রাজু এবং ফারহান ও অন্যান্যদের পাশাপাশি ‘মিলিমিটার’ চরিত্রটিও দর্শকদের নজর কেড়েছিল। ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের ফাইফরমাশ খাটতো মিলিমিটার। নতুন কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলেই কলেজের আদব-কায়দা সম্পর্কে সকলকে ওয়াকিবহল করে দিত সে। অথচ নিজে কখনও পড়াশোনা সুযোগ পেত না সে।
অবশেষে র্যাঞ্চো তাকে উদ্ধার করে নিয়ে যায় নিজের সঙ্গে এবং তাকে পড়াশোনা শিখিয়ে তার জীবন বদলে দেয়। এই চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল শর্মা (Rahul Sharma)। তার নিজের জীবনটাও অনেকটা ঠিক এরকমই ছিল। এই একটি সিনেমা করেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন রাহুল। তবে তার আগে তিনি ছোটখাটো কাজ করতেন।
বিশাল ভরদ্বাজ রাসকিন বন্ডের লেখা অবলম্বনে সেই সময় ‘দ্য ব্লু আমব্রেলা’ নামের একটি সিনেমা বানাচ্ছিলেন। সেখানে টিক্কু নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য শিশুশিল্পীর খোঁজ চালানো হচ্ছিল। এই চরিত্রে অভিনয় করার সুযোগ আসে রাহুলের হাতে। অডিশনে তার অভিনয় কাস্টিং ডিরেক্টরের এত পছন্দ হয়ে যায় যে তাকেই ছবির জন্য চূড়ান্ত করে নেওয়া হয়।
এরপর আবার বিশাল ভরদ্বাজের ছবি ‘ওমকারা’তে তিনি ‘ল্যাংড়া ত্যাগী’ সইফ আলী খানের ছেলের চরিত্রে অভিনয় করার সুযোগ পান। ‘ওমকারা’ ছবির প্রায় তিন বছর পর তিনি ‘থ্রি ইডিয়টস’ ছবিতে মিলিমিটার চরিত্রের অফার পেয়ে যান। এরপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। তখন তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে তিনি একের পর ছবি এবং ধারাবাহিকে কাজের সুযোগ পাচ্ছিলেন।
রাহুলের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভাল ছিল না। দশম শ্রেণীতে পড়ার সময় তিনি পড়াশোনা ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নেন। তখন তিনি ভেবেছিলেন পড়াশোনা ছেড়ে দিয়ে শুধুমাত্র অভিনয়টাই চালিয়ে যাবেন। তবে ‘থ্রি ইডিয়টস’ এর প্রযোজক বিধু বিনোদ চোপড়ার কানে যখন এই খবর পৌঁছায় তখন তিনি তাকে ডেকে পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করেন এবং তার লেখাপড়ার খরচের ভার নিজে নিয়ে নেন।
কালক্রমে রাহুল পড়াশোনার প্রতি এতটাই গভীর টান অনুভব করতে থাকেন যে তিনি পরে লেখাপড়া করতে গিয়ে একের পর এক ধারাবাহিকের প্রস্তাব ফিরিয়ে দেন। ছবি এবং ধারাবাহিক ছাড়াও তিনি একাধিক বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এখন তিনি এবং তার দাদা মিলে শিশুদের পড়াশোনার জন্য একটি বেসরকারি সংস্থা খুলেছেন। অভিনয়ের পাশাপাশি সমাজ সেবামূলক কাজের সঙ্গেও তিনি যুক্ত।