এমএক্স প্লেয়ারে বিনামূল্যে দেখুন জনপ্রিয় ৫ টি ওয়েব সিরিজ, একটা টাকাও লাগবে না

এই ওটিটি প্ল্যাটফর্মের যুগে ওয়েব সিরিজ দেখার প্রতি আগ্রহ বাড়ছে দর্শকদের। সিরিয়াল কিংবা সিনেমার তুলনায় ওয়েব সিরিজের দর্শকদের সংখ্যাটাও বেশ ভালই রয়েছে। নেটফ্লিক্স, ভুট, আমাজন প্রাইম ভিডিওতে সাবস্ক্রিপশনের মাধ্যমে দেশ-বিদেশের সিরিজ দেখা যায়। আর এমএক্স প্লেয়ার আপনাকে সেই সুযোগ দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। আজ এই প্রতিবেদনে রইল এমএক্স প্লেয়ারের সেরা ৫ টি সিরিজের (Best Websiries On MX Player) তালিকা যা না দেখলে চরম মিস করবেন আপনি।

আশ্রম (Ashram) : পরিচালক প্রকাশ ঝা-র পরিচালনায় নির্মিত এই ওয়েব সিরিজ দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এটি এমএক্স প্লেয়ারের বেশি ভিউ পাওয়া সিরিজগুলির মধ্যে অন্যতম। ইতিমধ্যেই সিরিজের তিনটি সিজন সম্পূর্ণ বিনামূল্যে দেখার সুযোগ চলে এসেছে দর্শকদের কাছে। শীঘ্রই মুক্তি পাবে চতুর্থ সিজনটি। সিরিজের প্রধান চরিত্র ‘বাবা নিরালা’র ভূমিকায় অভিনয় করছেন ববি দেওল।

কুইন (Queen) : এই ওয়েব সিরিজটি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক বলে মনে করেন দর্শকরা। যদিও নির্মাতারা অবশ্য সে কথা জানাননি। এখানে একটি নারী নেতৃত্বের চরিত্রকে ঘিরে গল্পে আবর্তিত হয়েছে। প্রধান চরিত্র শক্তি শেশাদ্রির চরিত্রে অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণান।

ভৌকাল (Bhaukal) : এমএক্স প্লেয়ারের এই ওয়েব সিরিজটিও দারুণ জনপ্রিয় হয়েছে। সত্য ঘটনার ওপর নির্মিত এই সিরিজটি মাফিয়ার রাজত্বের বিরুদ্ধে এক পুলিশ অফিসারের লড়াইয়ের গল্প তুলে ধরে যা দর্শকরা দারুণ পছন্দ করেন। এখানে মুখ্য চরিত্রে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করেন জনপ্রিয় টেলিভিশন তারকা মোহিত রায়না।

পবন অ্যান্ড পূজা (Pawan And Pooja) : থ্রিলার-সাসপেন্সধর্মী ওয়েব সিরিজের ভিড়ে এই সিরিজটিকেও বেশ পছন্দ করছেন দর্শকরা। এই রোমান্টিক স্বাদের গল্পে অভিনয় করেছেন মহেশ মাঞ্জরেকর, দীপ্তি নাভাল, শারমন জোশি, গুল পানাগ, তারুক রায়না এবং নাতাশা ভরদ্বাজরা।

রক্তাঞ্চল (Raktanchal) : এই ওয়েব সিরিজটিও একটি ক্রাইম থ্রিলারধর্মী সিরিজ। আশির দশকে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে উঠতি মাফিয়া রাজ, গ্যাং ওয়ার এবং আধিপত্যের লড়াইকে কেন্দ্র করে গল্পের বুনন হয়েছে। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে অভিনয় করেছেন ক্রান্তি প্রকাশ ঝা, নিকেতন ধীর, রোজনি চক্রবর্তী, বিক্রম কোচার, কৃষ্ণা বিষ্ট এবং রবি খানভিলকর।