কবে শুরু হচ্ছে গোয়েন্দা গিন্নি সিজন ২, কোন স্লটে আসছে এই ধারাবাহিক

প্রদোষ মিত্র, ব্যোমকেশ বক্সীদের মাঝে বাঙালি মহিলা গোয়েন্দা বলতে গেলে একপ্রকার বঞ্চিতই রয়ে গিয়েছেন। সাহিত্যিকরাও একপ্রকার মহিলা গোয়েন্দাদের এড়িয়ে গিয়েছেন। তবে মিতিনমাসি বা মিস মার্পলদের মত অল্প পরিসরে এগিয়ে গিয়েছেন বাংলার ‘গোয়েন্দা গিন্নি’ (Goyenda Ginni) পরমা মিত্র। জি বাংলার (Zee Bangla) একটি ধারাবাহিকের জন্য লেখিকা সাহানার কলমে প্রথম পরমা মিত্রের যাত্রা শুরু। তারপর ২০১৫ সালের ৭ই সেপ্টেম্বর প্রথমবার দর্শকদের সঙ্গে পরমা মিত্রের পরিচয় হয়।

এই ধারাবাহিক তুমুল সাফল্য পেয়েছিল আর পাঁচটা ফ্যামিলির ড্রামার মাঝে। তবে মাত্র এক বছরের মাথায় ধারাবাহিকের যাত্রা শেষ হয়। তারপর থেকেই দর্শকদের মনে ভর করে একটা শূন্যতা। দর্শকরা আজ এত বছর বাদেও পরমা মিত্রকে মিস করেন। সোশ্যাল মিডিয়াতে বারবার সেই ধারাবাহিক ফিরিয়ে আনার দাবি উঠতে থাকে। তবে এতদিনে তাদের দাবি পূরণ হচ্ছে। স্টুডিও পাড়ায় গুঞ্জন, ফের পরমা মিত্র অবতারে টেলিভিশনের পর্দায় ফিরছেন ইন্দ্রানী হালদার (Indrani Halder)।

সম্প্রতি সংবাদ প্রতিদিন ডিজিটালকে ইন্দ্রানী হালদার জানিয়েছেন ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় মরশুম নিয়ে আপাতত কথাবার্তা চলছে নির্মাতাদের মধ্যে। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। কিন্তু ইন্দ্রানী জানিয়েছেন ধারাবাহিকের দ্বিতীয় মরশুমের চিত্রনাট্য লিখতে রাজি হয়েছেন সাহানা। যদি ধারাবাহিকের কথা এগোয় তাহলে জুলাই কিংবা আগস্ট মাসের পরেই সবকিছু শুরু হবে বলে জানিয়েছেন অভিনেত্রী। ইন্দ্রানী সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এই সময় কিছুটা বিশ্রাম চান। তবে কি জুলাই কিংবা আগস্ট মাসের পর জি বাংলার পর্দায় ফের ‘গোয়েন্দা গিন্নি’ কে দেখা যাবে?

ইন্দ্রানী হালদারের কথায় আরও কিছু আভাস পাওয়া গিয়েছে। অভিনেত্রী জানিয়েছেন এত বছর পর যদি ‘গোয়েন্দা গিন্নি’র সম্প্রচার হয় তাহলে বেশ বড় কিছু একটা হতে চলেছে। টেলিভিশনের পর্দায় পরমা মিত্রের গ্র্যান্ড এন্ট্রি হবে। পরমা মিত্রকে ফেরানোর জন্য দারুণ একটা কিছু ভাবনা-চিন্তা করছেন সাহানা। ধারাবাহিক শুরু হলে খুশি হবেন ইন্দ্রানী নিজেও। কারণ তিনিও মনেপ্রাণে চান পরমা মিত্র আবারও রহস্য ষড়যন্ত্রের কিনারা করুন।

Audience wants Indrani Haldar Back on Goyenda Ginni Season 2

উল্লেখ্য, টলিউড অভিনেত্রী ইন্দ্রানী হালদার ‘গোয়েন্দা গিন্নি’ ছাড়াও ‘সীমারেখা’, ‘শ্রীময়ী’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। সবকটি চরিত্রেই তিনি দর্শকদের মনে দাগ কেটেছেন। সম্প্রতি জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও সাহেব চ্যাটার্জী এবং ইন্দ্রানী হালদার জুটিকে সঞ্চালনার দায়িত্ব সামলাতে দেখা যায়। ‘গোয়েন্দা গিন্নি’তেও জুটি বেঁধেছিলেন তারা। সব মিলিয়ে তাই আশার আলো দেখতে পাচ্ছেন ‘গোয়েন্দা গিন্নি’র ভক্তরা।

ইন্দ্রানীর কথা থেকে স্পষ্ট যে ‘গোয়েন্দা গিন্নি সিজন ২’ আর ৪-৫ মাসের মধ্যেই আসছে টেলিভিশনের পর্দায়। বর্তমানে ‘গোয়েন্দা গিন্নি’র যে চাহিদা রয়েছে তার থেকে আন্দাজ করে নেওয়া যায় যে ধারাবাহিক শুরু হলে তা প্রাইম স্লটেই দেওয়া হবে। অর্থাৎ সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত ৯.৩০ টার মধ্যে যেকোনও একটা স্লট দখল করবে ‘গোয়েন্দা গিন্নি’। তারমানে শীঘ্রই জি বাংলার আরও একটি ধারাবাহিক বন্ধ হওয়ার মুখে। ‘গোয়েন্দা গিন্নি’র জন্য উপযুক্ত স্লট কোনটি হতে পারে? আপনার কি মত?