ঘরে বউ, বাইরে প্রেমিকা, দুজনকেই ঠকাচ্ছিলেন, হাতেনাতে ধরা পড়তেই চরম দুর্দশা হয় গোবিন্দার

৯০ এর দশকের অন্যতম জনপ্রিয় বলিউড (Bollywood) অভিনেতা ছিলেন গোবিন্দা (Govinda)। ওই সময় তার খ্যাতি ছিল আকাশ ছোঁয়া। করিশ্মা কাপুর, নীলম (Neelam) থেকে শুরু করে রানী মুখার্জী, রবীনা ট্যান্ডন, বলিউডের নামকরা নায়িকাদের সঙ্গে গোবিন্দার জুটি ছিল সুপারহিট। সেই সময় নায়িকাদের সঙ্গে তার সম্পর্ক (Affairs) নিয়ে অনেক কানাঘুষো শোনা যেত। তবে গোবিন্দা গোপনে বিয়ে (Marriage) করেছিলেন সুনীতা আহুজা (Sunita Ahuja) -কে।

সুনীতা ছিলেন গোবিন্দার মায়ের পছন্দ। ছেলের বিয়ের জন্য সুনীতার পরিবারকে কথা দিয়ে দিয়েছিলেন তিনি। এদিকে গোবিন্দা তখন পুরোদমে নীলামের সঙ্গে প্রেম করে চলেছেন। বলিউডে তাদের সম্পর্কের কথা জানাজানি হয়ে গিয়েছিল। সেই সময় তাদের জুটিও ছিল সুপারহিট। মাত্র তিন বছরের ব্যবধানে তারা ইলজাম (Ilzaam), দো কয়েদি (Do Qaidi) এর মত সাতটি ছবিতে কাজ করেন।

NEELAM AND GOVINDA

তাদের অনস্ক্রিন রসায়ন অফস্ক্রীনেও বেশ ভালই এগোচ্ছিল। নীলম গোবিন্দাকে বিয়ে করার জন্য বদ্ধপরিকর ছিলেন। এমনকি তিনি তার মাকে নিয়ে গোবিন্দার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। নীলামের সঙ্গে গোবিন্দার সম্পর্কে কথা জানতে পেরে অভিনেতার মা তাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার নির্দেশ দেন। মায়ের নির্দেশ অমান্য করতে পারেননি গোবিন্দা।

এদিকে নীলমকে সবকিছু জানানোর সাহস তার ছিল না। প্রথমত তিনি নীলমের সঙ্গে সম্পর্কের অবসান ঘটাতে চাইছিলেন না। সেই সঙ্গে তার ভয় ছিল সম্পর্ক ভেঙে পড়লে কেরিয়ারেও তার প্রভাব পড়বে। ঠিক এই কারণেই সুনীতাকে গোপনে বিয়ে করেন গোবিন্দা। তার এই বিয়ের খবর বলিউডে টের পায়নি কেউ। তাই নীলম কিছু জানতে পারেননি।

NEELAM AND GOVINDA

আরও পড়ুন : অমিতাভ, অভিষেক থেকে গোবিন্দা, রানী মুখার্জির প্রেমিকদের তালিকা দেখলে চমকে যাবেন

বিয়ের পর প্রায় একটি বছর নীলমের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন গোবিন্দা। আসলে তার মনে ধারণা তৈরি হয়েছিল যে নীলম তার কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। তাই তিনি বিয়ের খবর জানিয়ে তাকে হাতছাড়া করতে চাননি। বিয়ের পর তাই একটি বছর নিজের স্ত্রীকে লুকিয়ে রাখতেন গোবিন্দা। কিন্তু শেষ রক্ষা আর হল না। নীলম তাদের বিয়ের খবরটা জেনেই গেলেন এক সাংবাদিকের কাছে।

NEELAM SAMEER AND GOVINDA SUNITA

আরও পড়ুন : KKR-এর এই ক্রিকেটার হলেন গোবিন্দার জামাই, জানেন তার নাম?

এরপর আর অভিনেত্রী গোবিন্দার সঙ্গে সম্পর্ক রাখতে চাননি। এমনকি তিনি তার সঙ্গে ছবি করাও বন্ধ করে দেন। নীলম এরপর বিয়ে করে নেন ব্রিটেন নিবাসী ব্যবসায়ী ঋষি শেঠিয়াকে। কিন্তু সেই বিয়ে ভেঙে গেলে অভিনেত্রীর জীবনে আসেন সমীর সোনি (Sameer Soni)। বিয়ের পর এক কন্যা সন্তানকে দত্তক নিয়ে এখন তারা সুখে সংসার করছেন। নীলম এখন নিজের জুয়েলারি ব্যবসা এবং সংসার নিয়ে জীবন কাটাচ্ছেন।