বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের (Shreema Bhattacharya) প্রেম জীবন ফের একবার উঠে এল সংবাদমাধ্যমের পাতায়। প্রথমে গৌরব রায়চৌধুরী, এরপর চেন্নাই সুপারকিংস তথা কেকেআরখ্যাত ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে গৌরব কিংবা কনিষ্ক এখন অতীত, শ্রীমার মনে ভর করেছে নতুন বসন্ত।
বেশ কিছুদিন ধরেই টলিউডে শোনা যাচ্ছিল ‘গাঁটছড়া’র (Gantchhora) দ্যুতি নাকি বাংলা সিরিয়ালের আরেক জনপ্রিয় অভিনেতার প্রেমে পড়েছেন। তিনি আর কেউ নন, ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori) খ্যাত টিপু ওরফে ইন্দ্রনীল চ্যাটার্জী (Indranil Chatterjee)। বাংলা সিরিয়ালের এই হার্টথ্রব অভিনেতার সঙ্গে শেষমেষ প্রেমের খবরটা স্বীকার করে নিলেন শ্রীমা।
ইদানিং হামেশাই একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে। নতুন বছরের উদযাপন করতে তারা দুজনেই পৌঁছে গিয়েছিলেন আন্দামানে। সেখান থেকেই তাদের প্রেম নিয়ে চর্চা শুরু হয়। প্রেমের কথা অবশ্য প্রথমেই স্বীকার করে নেননি তারা। কিন্তু শ্রীমার জন্মদিনে শেষমেষ আসল সত্যিটা ফাঁস করলেন দুজনেই। প্রেমের খবরে সীলমোহর দিয়েছেন তারা।
রবিবার ২৬ শে পা দিয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী। গত বছর অবশ্য এই দিনটা তিনি তার প্রাক্তন প্রেমিক কনিষ্ক শেঠের সঙ্গে উদযাপন করেছিলেন। তাদের দুজনের রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছিল। তবে এই বছর ইনস্টাগ্রামে ইন্দ্রনীলের সঙ্গে রোমান্টিক রিল ভিডিও শেয়ার করে তারা দিলেন প্রেমের নতুন খবর।
‘কেশারিয়া’ গানের সঙ্গে রোমান্টিক এই রিল ভিডিও শেয়ার করে শ্রীমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইন্দ্রনীল। এদিন কালো রংয়ের শর্ট ড্রেস পরেছিলেন অভিনেত্রী। ইন্দ্রনীলের পরনে ছিল গোলাপি রঙের টিশার্ট এবং কালো প্যান্ট। গানের সঙ্গে পরস্পরের বাহুডোরে ধরা দিয়ে দিয়েছেন তারা।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে ইন্দ্রনীল লিখেছেন, “শুভ জন্মদিন পার্টনার। এই দুনিয়ার সব খুশিতে তোমার ঝুলি ভরে যাক। সুস্থ থাক আর এইভাবেই তারকার মত জ্বলতে থাক।” শ্রীমা এর জবাবে লিখেছেন, “ধন্যবাদ পার্টনার।” সেই সঙ্গে লাল হার্টের ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।
View this post on Instagram