মিঠাই নয়, জগদ্ধাত্রীও বাদ, ‘বাংলা সিরিয়ালের সেরা’ খেতাব পেল এই জনপ্রিয় সিরিয়াল

স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’ (Gantchhora) সিরিয়ালের টিআরপি দিনে দিনে কমছে। কিন্তু এই সিরিয়ালের দুই প্রধান চরিত্র খড়ি এবং ঋদ্ধিমানের জনপ্রিয়তা কমেনি আজও। মাত্র এক বছরের মধ্যেই ‘খড়িদ্ধি’র জুটিটাকে ভীষণভাবে আপন করে নিয়েছেন দর্শকরা। এই মুহূর্তে বাংলা সিরিয়ালের সেরা পাঁচটি জুটির মধ্যে সোলাঙ্কি রায় এবং গৌরব চ্যাটার্জীও রয়েছেন দর্শকদের পছন্দের তালিকায়।

গাঁটছড়া যখন শুরু হয় তখন এই ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে মিঠাইকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। সেই সময় টিআরপি তালিকাতেও প্রথম সারিতে থাকত এই সিরিয়ালটি। তবে বিগত কয়েক মাস ধরে গাঁটছড়ার গল্পটা দর্শকদের আর ঠিক মনে ধরছে না। এর ফলাফল স্পষ্ট ধরা পড়ছে টিআরপি তালিকাতে।

গাঁটছড়া আসার আগে পর্যন্ত বাংলা সিরিয়ালের সেরা ছিল মিঠাই। এক বছর ধরে সেরা আসন ধরেছিল এই সিরিয়ালটি। টানা ৫৬ বার টিআরপিতে টপার হয়ে দেখিয়ে রীতিমত রেকর্ড করেছে মিঠাই। কিন্তু গতবছর মিঠাই ম্যাজিক সেভাবে টেলিভিশনের পর্দায় ফুটে উঠতে পারেনি। গত বছর কেবল ১৫ বার টিআরপিতে টপার হয়েছে মিঠাই।

সেই জায়গায় কিন্তু মিঠাইকে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে গাঁটছড়া। বছরের একেবারে শেষ ভাগে এসে বাংলা সিরিয়ালের ফলাফল ফের একবার চুলচেরা বিশ্লেষণ করে দেখলেন ভক্তরা। ২০২২ এর একেবারে শেষ দিনে জানা গেল গোটা বছরভর কিন্তু টিআরপির দিক থেকে মিঠাইকে টেক্কা দিয়েছে গাঁটছড়া। এই ফলাফল দেখে তো দর্শকরা রীতিমতো হাঁ হয়ে গিয়েছেন।

প্রকাশিত ফলাফল অনুসারে দেখা যাচ্ছে গত এক বছর ধরে মিঠাইকে টপকে কিন্তু সেরার সেরা স্থানে রয়েছে গাঁটছড়া। মিঠাই যেখানে ২০২২ সালে মাত্র ১৫ বার বেঙ্গল টপার হয়েছে সেখানে গাঁটছড়া টানা ১৮ বার বেঙ্গল টপারের আসন পেয়েছে। এই ফলাফল সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেতেই খড়ির ভক্তরা তো দারুণ খুশি হয়েছেন।

টিআরপি বাড়ানোর জন্য সদ্য এই ধারাবাহিকের গল্পে কিছু পরিবর্তন আনা হয়েছে। খড়িকে মৃত দেখানো হয়েছে। মিঠাইয়ের মতই নতুন একটি চরিত্রকে আনা হয়েছে যার নাম ইশা। এই ইশা অন্য কেউ নয়, সে আসলে খড়ি। ঋদ্ধিমান ইশার স্মৃতি ফেরানোর চেষ্টা করছে। তবে ইশা নিজেকে অন্য একটি মানুষ ভেবে ঋদ্ধিমান এবং সিংহ রায় পরিবারের ক্ষতি করতে চায়। যদিও গল্পের এই নতুন ট্র্যাকে টিআরপিতে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি।