Gadar Ek Prem Katha New Release : বলিউড (Bollywood) -এর অ্যাকশন সুপারস্টার সানি দেওল (Sunny Deol) ফের একবার বক্স অফিসে ঝড় তুলতে আসছেন শীঘ্রই। এক নয়, বলতে গেলে ভারতীয় সিনেমা হলের বক্স অফিসে জোড়া ধাক্কা দিতে চলেছেন তিনি তার ২২ বছর আগের ছবি ‘গদর এক প্রেম কথা’ (Gadar Ek Prem Katha) এবং তার সিকুয়েল ছবি ‘গদর ২’ (Gadar 2) দিয়ে। এই বছরের আগস্ট মাসে দর্শকদের জন্য সিনেমা হলে আসছে দু-দুটি বড় চমক।
২০০১ সালে মুক্তি পেয়েছিল সানি দেওল, আমিশা পাটিল (Amisha Patil), ওমরেশ পুরি (Omresh Puri) অভিনীত ছবি ‘গদর’ (Gadar)। ভারত-পাকিস্তানের বিভাজনের প্রেক্ষাপটে এই ছবিটি কার্যত বক্স অফিসে ঝড় তুলেছিল। ছবিটির বাজেট ছিল ১৮.৫ কোটি টাকা, এবং গোটা বিশ্বব্যাপী এর উপার্জন ছিল ১১১.৭৩ কোটি টাকা।
ছবিটির জনপ্রিয়তা আজও এতটাই রয়েছে যে ২২ বছর পর এর সিকুয়েল মুক্তির আগে প্রথম ছবিটিকেই আরও সুন্দর ভিস্যুয়াল উপস্থাপনার মাধ্যমে হলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আগামী ৯ই জুন ছবিটি ফের একবার ভারতীয় সিনেমা হলে মুক্তি পাবে। তাই যারা আগেরবার ছবিটিকে হলে দেখতে মিস করেছেন তারা এই সুযোগ ছাড়বেন না নিঃসন্দেহে।
‘গদর এক প্রেম কথা’ ছবিটির নতুন একটি ট্রেলার প্রকাশ করা হয়েছে। যেখানে উন্নত মানের রঙিন ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করা হয়েছে পুরনো ছবির দৃশ্যায়নে। হু হু করে ভিউ পাচ্ছে পুরনো ছবির নতুন এই ট্রেলার। দর্শকরা ফের একবার উৎসাহিত তারা সিং এবং সখিনার প্রেম কাহিনী বড় পর্দায় দেখার জন্য।
আসলে আগামী আগস্ট মাসে মুক্তি পেতে চলেছে ‘গদর ২’ ছবিটি। যারা এই ছবি দেখতে চান তাদের অবশ্যই ছবিটির প্রিকুয়েল ‘গদর এক প্রেম কথা’ দেখতেই হবে। নির্মাতারা তাই দর্শকদের জন্য পুরনো ছবিটিকেও বড় পর্দায় ফের একবার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ‘গদর ২’ ছবিটির প্রেক্ষাপট নাকি থাকবে তারা সিং এবং সখিনার ছেলেকে নিয়ে।
আরও পড়ুন : ২০ বছর পর আসছে ‘গদর ২’, বয়কটের মাঝেও সানির পাশে গোটা দেশ
যতদূর জানা যাচ্ছে, এই ছবিতে তারা সিংয়ের ছেলের ভূমিকাতে অভিনয় করবেন সানি দেওলের নিজের পুত্র কর্ণ দেওল। ‘গদর ২’ ছবিটির কথা জেনে দর্শকদের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। একদল ছবিটিকে নিয়ে ভীষণ উৎসাহিত। কিন্তু দর্শকদের একাংশের মনে প্রশ্ন উঠছে ‘গদর ২’ কি আদেও মূল ছবির দর্শকদের প্রত্যাশাপূরণ করতে পারবে?
আরও পড়ুন : ধর্মেন্দ্রর দুই মেয়েকে কেমন দেখতে? দেখুন সানি দেওলের বোনেদের ছবি