Gadar 2 Cast Fees : ২২ বছর আগে মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেম কথা’ (Gadar: Ek Prem Katha)। সেই সময় তুমুল জনপ্রিয় হয় সানি দেওল, অমিশা পটেল, অমরশ পুরী অভিনীত এই ছবি। এ বার আসতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব ‘গদর ২’ (Gadar 2)। আগামী অগস্ট মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু জানেন কি এই ছবির জন্য কত করে পারিশ্রমিক নিয়েছেন সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel)? চলুন জেনে নিই।
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। তার প্রায় ২২ বছর পর আসছে ‘গদর ২ : দ্য কথা কন্টিনিউস’ (Gadar 2 : The Katha Continues)। দেশভাগের মর্মান্তিক কাহিনির প্রেক্ষাপটে তৈরি হয়েছিল তারা সিং এবং সাকিনার প্রেমকাহিনি। ‘গদর: এক প্রেম কথা’-র সিক্যুয়েল হতে চলেছে ‘গদর ২’। এখানে মূলত তারা সিং এবং সাকিনার কী হয় পরবর্তীতে সেটাই দেখানো হবে ১৯৭০ সালের প্রেক্ষাপটে।
ছবিতে একজন শিখ ট্রাক চালকের ভূমিকায় দেখা যাবে সানি দেওয়ালকে। যার জীবন কাটে স্ত্রী সাকিনা এবং একমাত্র পুত্র উৎকর্ষ শর্মা (Utkarsh Sharma) -কে সঙ্গে নিয়ে। তারার ছেলে জিতের চরিত্রে ‘গদর এক প্রেম কথা’য় যে শিশুটিকে দেখা গিয়েছিল ‘গদর ২’ -তেও তাকেই দেখা যাবে, তবে তিনি এখন যুবক, উৎকর্ষ শর্মা। এছাড়াও এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গৌরব চোপড়া, মনীশ ওয়াধওয়া,লভ সিনহা।
তবে আমিশা প্যাটেল ও সানি দেওলের এই ছবি এবার বক্স অফিসে লক্ষ্মী লাভের আশা দেখাচ্ছে। এক সপ্তাহ আগেই খুলে গেছে ছবির অগ্রীম বুকিং। আর তারপর থেকেই ঝড়ের গতিতে বিকোচ্ছে টিকিট। ইতিমধ্যেই ৯০,৮৮৫ টি টিকিট ব্রিকি হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, একসপ্তাহ আগে কেবল অগ্রীম বুকিং-এ এই ছবি ঘরে তুলল ২.৪২ কোটি টাকা। তবে ছবির টিকি সর্বাধিক বিক্রি হয়েছে দিল্লিতে। তারপর মুম্বই, পুনে ও ব্যাঙ্গালুরুতে।
বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিটি বানাতে ৫০ কোটি টাকা খরচ করেছেন ছবি নির্মাতারা। আর এই ছবিতে তারা সিংহের চরিত্রে অভিনয় করতে ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সানি দেওল। সানির বিপরীতে অভিনয় করছেন অমিশা। ৫ বছরের বিরতির পর আবার বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে অমিশাকে। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে শেষ কাজ করেছিলেন তিনি। তবে আমিশা এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন মাত্র ৫০ লাখ টাকা।
আরও পড়ুন : পাঠান তো বাচ্চা! প্রথম দিনের কালেকশনেই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিল ‘গদর ২’
তবে এই ছবিতে আমিশার অনস্ক্রিন পুত্র এই ছবির জন্য আমিশার থেকে দ্বিগুণ পরিশ্রমীক পেয়েছেন। তিনি মোট এক কোটি টাকা পেয়েছেন। আর এই ছবির ভিলেন মণীশ ওয়াধওয়াও আমিশার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন। তিনি পেয়েছেন ৬০ লক্ষ টাকা। অসলে এই ছবিতে খুবই কম স্ক্রীন স্পেস ছিল আমিশার। তাই তিনি এই ছবিতে এত কম পারিশ্রমিক পেয়েছেন।
আরও পড়ুন : শুধু প্রেমিক নয়, তার মায়ের সঙ্গেও স`হ`বা’স’ করেছেন এই বলিউড নায়িকা