From Bhootu To Patal Kumar Take A Look How Most Popular Old Bengali Mega Serials Child Artists Look Now : বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী (Child Artist) -দের বেশ চাহিদা রয়েছে। জনপ্রিয় বেশ কিছু সিরিয়ালে এখন যেমন সোনা-রুপা থেকে তারাদের জনপ্রিয়তা রয়েছে ঠিক তেমনই পুরনো দিনের সিরিয়ালের শিশুশিল্পীদেরও বেশ জনপ্রিয়তা রয়েছে আজও। ৭-৮ বছর আগে যারা টেলিভিশনের পর্দায় পা রেখেছিলেন, তারা এতটাই বড় হয়ে গিয়েছেন যে এখন তাদের দেখলে চেনা মুশকিল। এক নজরে দেখে নিন বাংলা সিরিয়ালের সেই খুদে শিল্পীদের এখন কেমন দেখতে হয়েছে।
আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee) : ২০১৫ সালে জি বাংলাতে সম্প্রচারিত হতো হরর কমেডিমূলক ধারাবাহিক ভুতু (Bhootu)। এখানে বাচ্চা একটি ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন আর্শিয়া মুখার্জি। তখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর। বর্তমানে তার বয়স ১৩ বছর। এক বছর আগে তাকে ‘শ্রীকৃষ্ণ ভক্ত মিরা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। এখন তিনি জিডি বিড়লা স্কুলে পড়াশোনা করছেন।
স্মৃতি সিংহ (Shriti Singh) : জি বাংলার ‘আলো ছায়া’ (Alo Chhaya) সিরিয়ালের ছায়াকে মনে আছে নিশ্চয়ই? সেই চরিত্রে অভিনয় করতেন স্মৃতি সিংহ। ‘বকুল কথা’ ধারাবাহিকে অভিনয় করে তার অভিনয় জীবন শুরু হয়। এরপর তিনি ‘আলো ছায়া’ ধারাবাহিকে সুযোগ পান। এখন তার বয়স ১১ বছর। তিনি কলকাতার একটি নামী স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছেন।
হিয়া দে (Hiya Dey) : ‘পটল কুমার গানওয়ালা’ (Potol Kumar Gaanwala) খ্যাত এই অভিনেত্রীরও দারুণ জনপ্রিয়তা রয়েছে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। ছোট্ট পটল চরিত্রে অভিনয় করতে হিয়া দে। তিনি পরবর্তী দিনে আলো ছায়া এবং ফেলনা সিরিয়ালে অভিনয় করেন। একটি সিনেমাও করেছেন হিয়া। এখন তিনি জিডি বিড়লা স্কুলে ক্লাস এইটে পড়েন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও তিনি খুব অ্যাক্টিভ থাকেন।
কৃতিকা চক্রবর্তী (Krittika Chakraborty) : ‘রাখি বন্ধন’ (Rakhi Bandhan) সিরিয়ালের ছোট্ট মিষ্টি মেয়ে রাখিও তার অভিনয় গুনে দর্শকদের থেকে অনেক ভালোবাসা পেয়েছিল। রাখির চরিত্রে অভিনয় করেছিলেন কৃতিকা চক্রবর্তী। বর্তমানে তার বয়স ১২ বছর। তিনি যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে ক্লাস সিক্সে পড়েন এখন। অভিনয়ের সঙ্গে এখন আর তার তেমন যোগাযোগ নেই।
আরো পড়ুন : আর দেখা যাবে না জনপ্রিয় নায়িকাকে, স্টার জলসার সব সিরিয়াল থেকে বাদ পড়লেন অভিনেত্রী
তানিষ্কা তিওয়ারি (Tanishka Tiwari) : স্টার জলসার ‘কে আপন কে পর’ (Ke Apon Ke Por) ধারাবাহিকে জবার ছোট মেয়ে কুহুর চরিত্রে অভিনয় করেছিলেন তানিষ্কা তিওয়ারি। তিনি এরপর ফেলনা সিরিয়ালে খল চরিত্রে অভিনয় করেন। এখন তার বয়স ১৪ বছর। বর্তমানে তাকে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে পৃথ্বীরাজের বোনের ভূমিকাতেও দেখা যাচ্ছে। অভিনয়ের সঙ্গে তিনি খুব ভালো নাচতেও পারেন।
আরো পড়ুন : স্কুলের গণ্ডিও পার হতে পারেননি, বাংলা সিরিয়ালের সব থেকে অশিক্ষিত নায়িকা কে?