মিষ্ট্রি-থ্রিলার থেকে সাসপেন্সে ভরপুর, এই সপ্তাহেই OTTতে আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ

বর্তমান সময় প্রতিটি ওটিটি প্লাটফর্ম (OTT platform)-এর বিভিন্ন ওয়েব কনটেন্ট (Web Content)-এ অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বহু অভিনেতা এবং অভিনেত্রী। এই জনপ্রিয়তার জন্যই প্রতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে নানা ধরনের ওয়েব সিরিজ (web series)সিনেমা (Cinema) মুক্তি পাচ্ছে। তালিকায় দেখে নিন এই সপ্তাহে কোন কোন ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তি পাবে?

অসুর সিজন ২ (Asur Season 2) : এই ওয়েব সিরিজে একজন খুনির গল্প দেখানো হয়েছে যে পৌরাণিক কাহিনীকে ব্যবহার করে অনেকগুলি খুন করেছেন। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আরশাদ ওয়ার্সি (Arshad Warsi)বরুন সোবতি (Barun Sobti)-এর মতো জনপ্রিয় অভিনেতারা। আগামী ১ জুন থেকে ‘জিও সিনেমা’ (Jio Cinema)-এ স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজটির।

Scoop series

স্কুপ (Scoop) : এই ওয়েব সিরিজটি সত্য ঘটনার উপর নির্ভর করে নির্মিত হয়েছে। এই ওয়েব সিরিজে এক ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না (Karishma Tanna)-কে। তবে তিনি ছাড়াও বহু জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে এই সিরিজে। আগামী ১ জুন থেকে ‘নেটফ্লিক্স’ (Netflix) দেখা যাবে এই ওয়েব সিরিজটি।

মুম্বাইকর (Mumbaikar) : ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি মুক্তি পাবে ওটিটিতে। তবে থ্রিলারের পাশাপাশি কমেডিও রয়েছে এই ছবিতে। ছবিতে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি (Vijay Sethupathi)-কে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

Mumbaikar

তবে তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey), রণবীর শোরে (Ranvir Shorey)-এর মতো জনপ্রিয় অভিনেতাদের। আসলে একটি ব্লকবাস্টার দক্ষিণী ছবির রিমেক হল এই ছবিটি। আগামী ২ জুন জিও সিনেমায় মুক্তি পাবে ছবিটি।

School Of Lies

আরও পড়ুন : নেটফ্লিক্সের এই ১০টি ওয়েব সিরিজ দর্শকদের বিচারে সেরা, না দেখলে হবে চরম মিস

স্কুল অফ লাইজ (School Of Lies) : থ্রিলার ও রহস্যে ভরপুর এই ওয়েব সিরিজে ১২ বছরের একটি ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার গল্পকে তুলে ধরেছে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী নিমরত কৌর (Nimrat Kaur)। আগামী ২ জুন থেকে ‘ডিজনি প্লাস হটস্টার’ (Disney Plus Hotstar)-এ দেখা যাবে এই ওয়েব সিরিজটি।

আরও পড়ুন : OTTতে আসছে নতুন ৫ সিনেমা ও ওয়েব সিরিজ, না দেখলে হবে চরম মিস