বর্তমান সময় প্রতিটি ওটিটি প্লাটফর্ম (OTT platform)-এর বিভিন্ন ওয়েব কনটেন্ট (Web Content)-এ অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বহু অভিনেতা এবং অভিনেত্রী। এই জনপ্রিয়তার জন্যই প্রতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে নানা ধরনের ওয়েব সিরিজ (web series) ও সিনেমা (Cinema) মুক্তি পাচ্ছে। তালিকায় দেখে নিন এই সপ্তাহে কোন কোন ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তি পাবে?
অসুর সিজন ২ (Asur Season 2) : এই ওয়েব সিরিজে একজন খুনির গল্প দেখানো হয়েছে যে পৌরাণিক কাহিনীকে ব্যবহার করে অনেকগুলি খুন করেছেন। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আরশাদ ওয়ার্সি (Arshad Warsi) ও বরুন সোবতি (Barun Sobti)-এর মতো জনপ্রিয় অভিনেতারা। আগামী ১ জুন থেকে ‘জিও সিনেমা’ (Jio Cinema)-এ স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজটির।
স্কুপ (Scoop) : এই ওয়েব সিরিজটি সত্য ঘটনার উপর নির্ভর করে নির্মিত হয়েছে। এই ওয়েব সিরিজে এক ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না (Karishma Tanna)-কে। তবে তিনি ছাড়াও বহু জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে এই সিরিজে। আগামী ১ জুন থেকে ‘নেটফ্লিক্স’ (Netflix) দেখা যাবে এই ওয়েব সিরিজটি।
মুম্বাইকর (Mumbaikar) : ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি মুক্তি পাবে ওটিটিতে। তবে থ্রিলারের পাশাপাশি কমেডিও রয়েছে এই ছবিতে। ছবিতে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি (Vijay Sethupathi)-কে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
তবে তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey), রণবীর শোরে (Ranvir Shorey)-এর মতো জনপ্রিয় অভিনেতাদের। আসলে একটি ব্লকবাস্টার দক্ষিণী ছবির রিমেক হল এই ছবিটি। আগামী ২ জুন জিও সিনেমায় মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন : নেটফ্লিক্সের এই ১০টি ওয়েব সিরিজ দর্শকদের বিচারে সেরা, না দেখলে হবে চরম মিস
স্কুল অফ লাইজ (School Of Lies) : থ্রিলার ও রহস্যে ভরপুর এই ওয়েব সিরিজে ১২ বছরের একটি ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার গল্পকে তুলে ধরেছে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী নিমরত কৌর (Nimrat Kaur)। আগামী ২ জুন থেকে ‘ডিজনি প্লাস হটস্টার’ (Disney Plus Hotstar)-এ দেখা যাবে এই ওয়েব সিরিজটি।
আরও পড়ুন : OTTতে আসছে নতুন ৫ সিনেমা ও ওয়েব সিরিজ, না দেখলে হবে চরম মিস