শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’ তারকারা

নতুন বছরের প্রথম দিনেই ঘটে গেল অঘটন। এদিন সন্ধ্যায় ভারতলক্ষ্মী স্টুডিওতে (Bharat Laxmi Studio) ভয়াবহ আগুন ধরে। প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমার পাশে অবস্থিত ভারত লক্ষ্মী স্টুডিওতে এখন মিঠাই (Mithai) এবং রাঙা বউয়ের (Ranga Bou) মত একাধিক সিরিয়ালের সেট রয়েছে। এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে নিমিষে গোটা স্টুডিও পুড়ে যেতে পারত বলে আশঙ্কা করছেন সকলে।

অভিনেতা হিরোজিৎ চট্টোপাধ্যায় সর্ব প্রথম সোশ্যাল মিডিয়াতে ভারত লক্ষ্মী স্টুডিওতে আগুন লাগার খবর জানিয়েছিলেন। স্টুডিওর পার্কিং লাগোয়া গোডাউনে প্রথমে আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রধানত ইলেকট্রিক রুম থেকেই আগুন ছড়িয়েছে বলে জানাচ্ছেন দমকল কর্মীরা। আগুনের লেলিহান শিখাই বলে দিচ্ছে সময়মত দমকল না পৌঁছলে কত বড় বিপদ হতে পারতো।

Mithai And Ranga Bou

আগুন লাগার মিনিট কয়েকের মধ্যেই দমকলের ইঞ্জিন সেখানে হাজির হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হতাহতের কোনও খবর নেই বলেই জানা যাচ্ছে। নতুন বছরের প্রথম দিনে স্টুডিও অনেকটা ফাঁকা ছিল। তবে ‘রাঙ্গা বউ’ সিরিয়ালের শুটিং চলছিল ওই সময়। অভিনেতা গৌরব রায়চৌধুরী জানিয়েছেন দ্রুত অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা হয়েছিল তাই বিশেষ ক্ষতি হয়নি।

এই সিরিয়ালের অপর অভিনেতা প্রীতম দাস আগুনের লেলিহান শিখার ভিডিও তুলে নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করেন। মিঠাইয়ের ফ্লোরের সামনে আগুন ধরেছিল এদিন। তাই উদ্বিগ্ন হয়েছেন মিঠাই ভক্তরাও। রাঙা বউ সিরিয়ালের নায়িকা শ্রুতি দাস জানিয়েছেন, “সাংঘাতিক ঘটনা। আরেকটু পরে জল দেওয়া হলে পুরো স্টুডিও পুড়ে যেতে পারতো।”

FIRE ON BHARATLAKXMI STUDIO

আগুন লাগার খবর পেয়ে শ্রুতি এবং তার সহকর্মীরা সেখানে উপস্থিত পোষ্যদের খোঁজখবর নিতে বেরিয়েছিলেন। সেই সঙ্গে কোনও মানুষ আহত হয়েছেন কিনা তার খোঁজ নিয়েছেন। তবে পরিস্থিতির দ্রুত নিয়ন্ত্রণে আনার কারণে কেউই কোনও চোট পাননি। এর আগে এনটিওয়ান স্টুডিওতেও আগুন লেগে ফ্লোরের ব্যাপক ক্ষতি হয়। এবার ঘটনাটি ঘটলো ভারত লক্ষ্মী স্টুডিওতে।