একসময় চুটিয়ে কাজ করেছেন টলিউডে, কোথায় হারিয়ে গেলেন বাংলাদেশী নায়ক ফিরদৌস

বাংলাদেশী (Bangladesh) নায়ক ফিরদৌস আহমেদকে (Ferdous Ahmed) কে না চেনেন? কলকাতা এবং বাংলাদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে তার নামডাক। বাংলাদেশের এই নায়ক টলিউডেও (Tollywood) একসময় চুটিয়ে অভিনয় করেছেন। কিন্তু দুই দশক ধরে তাকে আর সেভাবে বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। হঠাৎ কেন টলিউড ছাড়লেন ফিরদৌস? একটি সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা।

সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেতা জানিয়েছেন তিনি টলিউড থেকে বিগত ২০ বছর ধরে ছবির প্রস্তাব পাচ্ছেন। তাও কেন তাকে এপার বাংলার ছবিতে দেখা যাচ্ছে না? এই প্রসঙ্গে অভিনেতা বলেছেন আদতে তিনি কাজের সময় পাচ্ছেন না। সেই কারণে আর টলিউডের ছবিতে অভিনয় করে ওঠা হয়ে উঠছে না।

উল্লেখ্য, এর আগে কলকাতার প্রকাশ্য রাজনীতিতে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করার পর তাকে নিয়ে বিতর্ক হয়। ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করার পর ভিসা নিয়ে সমস্যা দেখা দেয়। অভিনেতার ভিসা বাতিল করে দেওয়া হয়। এর ফলে তিনি আর ভারতে প্রবেশ করতে পারছিলেন না। প্রায় আড়াই বছর তিনি কলকাতায় আসতে পারেননি।

অবশেষে ২০২১ সালের নভেম্বর মাসে ফিরদৌসের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত সরকার। এখন আবার তিনি আগের মত ভারতে যাতায়াত করতে পারবেন। এই বছরের জানুয়ারি মাসে ফিরদৌস আবার ভারতে এসেছিলেন। চার দিন থেকে তিনি আবার বাংলাদেশে ফিরে যান। সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যম ‘সমকাল’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি তার আগামী পরিকল্পনা সম্পর্কে জানালেন।

অভিনেতার কথায়, ‘‘গত বিশ বছর ধরে কলকাতার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছি। দেশেই অনেক সিনেমায় অভিনয় করছি। কলকাতার ছবিতে কাজের সময় কোথায়। তবে কলকাতার কয়েকজন নির্মাতা আমাকে কাজের প্রস্তাব দিয়েছেন। গল্প ও চরিত্র নিয়ে কথা হচ্ছে।’’ ভক্তদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফেসবুকে ইতিমধ্যেই ভেরিফায়েড অফিশিয়াল ফ্যান পেজ খুলে নিয়েছেন অভিনেতা। এই সম্পর্কে তিনি জানিয়েছেন, “নিজে সামাজিকমাধ্যমে ততটা সক্রিয় না থাকতে পারি, কিন্তু আমার ভক্তদের তো জানার অধিকার আছে আমি কী করছি, না করছি। সেই চিন্তা থেকেই এটি খোলা।’’