এবার পুজোয় কাঁপবে বক্সঅফিস, মুক্তি পেতে চলেছে এই ৪টি ধামাকাদার ছবি

দুর্গাপূজার সঙ্গে সিনেমার একটা আলাদা সম্পর্ক রয়েছে। বাঙালিরা যেমন প্যান্ডেল হপিং করতে ভালোবাসে তেমন দুর্গাপূজা (Durga Puja)য় সিনেমা দেখতেও ভালোবাসেন হলে গিয়ে। এবারেও পুজোর আগে তেমনি কিছু টলিউড (Tollywood) সিনেমা বক্স অফিসে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। পুজোয় মুক্তিপ্রাপ্ত এই সিনেমাগুলির প্রি বুকিং শুরু হয়ে গেছে এখন থেকেই। চলুন এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

এবারে দুর্গাপুজোয় বাঙালিকে মনোরঞ্জন করার জন্য আসতে চলেছে ৪টি সিনেমা যেগুলি হল রক্তবীজ (Raktabeej), দশম অবতার (Dawshom Awbotaar) এবং বাঘাযতীন (Bagha Jatin) এবং মিতিন মাসী (Jongole Mitin Mashi)। এবার একে একে বলি সিনেমাগুলির কথা। বাঘাযতীন সিনেমাটি ভারতের স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের বায়োপিক, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা দেব। অরুণ রায় পরিচালিত এই সিনেমায় দেব ছাড়াও অভিনয় করবেন সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।

Dawshom Awbotaar

দ্বিতীয় নামটি হলো দশম অবতার, যে সিনেমার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত এবং জয়া আহসান। সিনেমাটি ২২ শে শ্রাবণ সিনেমার তৃতীয় পর্ব বলেই মনে করা হচ্ছে। দুর্গাপূজায় সৃজিতের সঙ্গে দেখা হবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত রক্তবীজ আসতে চলেছে এই পুজোতেই।

রক্তবীজ সিনেমায় বহু বছর বাদে আমরা পর্দার সামনে দেখতে পাব ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। এবছর পূজোয় পিছিয়ে নেই কোয়েল মল্লিকও। অরিন্দম শীল পরিচালিত মিতিন মাসী মুক্তি পাবে এ বছর পূজোয়, যা সুচিত্রা সেনের উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে।

Dawshom Awbotaar

এখনো পর্যন্ত যে রিপোর্ট পাওয়া গেছে সেই রিপোর্ট অনুযায়ী, সব থেকে বেশি প্রি বুকিং হয়েছে দশম অবতারের। প্রসেনজিত এবং অনির্বাণকে একসাথে পর্যায়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অসাধারণ মানুষ,তাই দশম অবতারের ৮১ টা শো হাউসফুল হয়ে গেছে ইতিমধ্যেই।

আরও পড়ুন ব্লাউজ ছাড়া দুর্গা সেজেছেন! ‘নির্লজ্জ’ নুসরতকে ধুয়ে দিল নেটিজেনরা

DEV BAGHA JATIN

আরও পড়ু : দ্বিতীয়বার বাবা হলেন সুপারস্টার জিৎ! ছবি শেয়ার করে দিলেন সুখবর

দ্বিতীয় স্থানে রয়েছে দেব অভিনীত বাঘাযতীন। বাংলার গর্ব বাঘাযতীনকে এবার পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সাধারণ মানুষ আর তার প্রমান সিনেমার ৬৯ টি শো হাউসফুল হয়ে গেছে। রক্তবীজ আর জঙ্গলে মিতিন মাসীর শো হাউসফুল হয়েছে যথাক্রমে ৫৭ টি এবং ৪৭ টি।সিনেমাগুলি মুক্তি পেতে আরো দুই দিন বাকি। এই দুই দিনের মধ্যে যে হাউস ফুলের সংখ্যা আরো বাড়বে তা বলাই বাহুল্য। এই বছর পূজোয় বাঙালিরা দেখতে পাবে চারটি চার রকমের আলাদা আলাদা স্বাদের গল্প সিনেমার পর্দায়।