‘রামায়ণে’র সীতা এখন কেমন দেখতে হয়েছেন? জানুন এখন কোথায় কী করছেন অভিনেত্রী

টিভির পর্দায় বিভিন্ন চ্যানেলে রামায়ণের কাহিনী যতই বারবার ফুটে উঠুক না কেন, ৮০ এর দশকে দূরদর্শনে মুক্তি পাওয়া রামানন্দ সাগরের ‘রামায়ণ’ (Ramayan) জনপ্রিয়তার বিচারে হালফিলের সব সিরিয়ালকে পিছনে ফেলতে পারে। এই শো-তে রামের ভূমিকায় অরুণ গোভিল এবং সীতার (Sita) ভূমিকায় দীপিকা চিখালিয়াকে (Deepika Chikhalia) কার্যত বাস্তবের রাম-সীতার মত দেখতেন দর্শকরা।

৫৭ বছর বয়সী এই অভিনেত্রীকে আজও বহু মানুষ সীতার নজরেই দেখেন। তবে রামায়ণের পর অভিনেত্রীকে আর সেভাবে অন্য কোনও প্রজেক্টে সুনাম পেতে দেখা যায়নি। জানেন এখন কোথায় কেমন আছেন দীপিকা। রামায়ণে মা সীতার চরিত্রে অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন, তারপর আচমকাই যেন কোথায় হারিয়ে গেলেন তিনি।

DEEPIKA CHIKHALIA

দীপিকার বয়স এখন ৫৭ বছর। তিনি অভিনয় জগতে সেভাবে সক্রিয় না থাকলেও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। ১৯৯১ সালে ২৩ শে নভেম্বর তিনি বিয়ে করেছেন প্রখ্যাত ব্যবসায়ী হেমন্ত টপিওয়ালাকে। হেমন্ত শৃঙ্গার বিন্দি এবং টিপস এন্ড ডোজ কসমেটিক্স নামের দুটি প্রখ্যাত কোম্পানির মালিক। তার কোম্পানির হয়ে বিজ্ঞাপনের কাজ করতে এসে হেমন্তর সঙ্গে দীপিকার সম্পর্ক গড়ে ওঠে।

সোশ্যাল মিডিয়াতে একবার নিজের প্রেমের গল্প তুলে ধরেন দীপিকা। তিনি জানিয়েছিলেন বিজ্ঞাপনের শুটিংয়ের সময় শৃঙ্গার ব্যান্ডের কাজল ব্যবহার করতে আসার সময় তার সঙ্গে হেমন্তর দেখা হয়। তবে তারপর বেশ কয়েক বছর কেটে যায়। মাঝে আর তাদের যোগাযোগ ছিল না। পরবর্তীতে আবার তাদের একদিন দেখা হয়। এরপর তারা বন্ধু হয়ে যান।

DEEPIKA CHIKHALIA 1

দীপিকা এবং হেমন্তের মধ্যে বন্ধুত্বের এই নতুন সম্পর্ক ক্রমে গাঢ় হতে শুরু করে। তারা বিয়ে করে একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন। ১৯৯১ সালে দীপিকা এবং হেমন্তর বিয়ে হয়ে যায়। ৩২ বছরে তাদের বিবাহিত জীবনে দুই কন্যা সন্তান রয়েছে, তাদের নাম জুহি এবং নিধি। দীপিকার মেয়েরাও এখন বেশ বড় হয়ে গিয়েছেন। দেখতে তারা মায়ের মতই সুন্দরী।

DEEPIKA CHIKHALIA FAMILY

তবে দীপিকা যে একেবারে অভিনয় জীবন ছেড়ে দিয়েছেন এমনটা কিন্তু নয়। বলিউডের বিভিন্ন ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০১৯ সালে ‘বালা’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই সঙ্গে তিনি রাজনীতিতেও যোগদান করেছেন। বিজেপিতে যোগদান করেছেন দীপিকা। বিজেপির হয়ে নির্বাচনেও লড়েছিলেন তিনি।