Most Popular Game Show Kanye Tui Megastar : লাবনী সরকার (Laboni Sarkar) টলিউড (Tollywood) – এর একজন জনপ্রিয় এবং প্রতিভাবান বাঙালি অভিনেত্রী। তিন দশকের ও বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন তিনি। তিনি খুব অল্প বয়স থেকেই নায়কের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি রক্তকরবী (Roktokorobi) নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। কিন্তু এই অভিনেত্রী বহুদিন আগে একটি নন ফিকশন শোয়ের সঞ্চালনা করেছিলেন। যা আজও দর্শকের মনে দাগ কেটে আছে।
১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত অমল রায় পরিচালিত ‘নবরূপা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে টলিউডে পা রাখেন লাবনী সরকার। পরবর্তীতে তিনি প্রায় ২০০ টি ছবিতে অভিনয় করেছেন। তবে বেশিরভাগ ছবিতেই নিজের থেকে ১০ বছরের বড় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়াও পরবর্তীতে তাকে অনেক টিভি সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে।
তবে তিনি তার ৩৭ বছর অভিনয় জীবনে একটি রিয়েলিটি শো হোস্ট করেছিলেন। যেটি মাত্র একটি সিজন অনুষ্ঠিত হয়েছিল। তবুও আজও দর্শকের মনে সেই অনুষ্ঠান গেঁথে আছে। অবশ্য এমন অনেক ধারাবাহিক, সিনেমা, রিয়েলিটি শো আছে যা যুগ যুগ ধরে মানুষ মনের মধ্যে রেখে দিয়েছে। সেগুলো বছরের পর বছর একই ভাবে জনপ্রিয়তার শীর্ষে আছে।
যেমন অতীতে স্টার জলসায় বেশ কিছু ধারাবাহিক হতো যেগুলো মানুষ এখনও মনে রেখেছে। যেমন জন্মভুমি, দুর্গা,বন্ধন, কিরণমালা, বোঝেনা সে বোঝেনা, তুমি আসবে বলে। আর সেরকম ভাবে জি বাংলা চ্যানেল খেলা, মোহনা, নানা রঙের দিনগুলি সারাজীবন মানুষের মনে রয়ে যাবে। আর সেই সঙ্গে দাদাগিরি, দিদি নম্বর ওয়ান, মীরাক্কেল, সারেগামাপা নন ফিকশন শো গুলো এই তালিকায় আছে।
আর সেইরকমই দিদি নম্বর ওয়ান টেক্কা দিয়ে স্টার জলসায় একটি রিয়েলিটি শো শুরু হয়েছিল। যেই অনুষ্ঠানের সঞ্চালনা করতেন লাবনী সরকার। সেখানেও দিদি নম্বর ওয়ানের মত মহিলারাই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। আর তাদের জীবনের বিভিন্ন গল্প তারা ভাগ করে নিতেন। আর তার সঙ্গে সেই সব মহিলাদের নিয়ে বিভিন্ন মজার গেম খেলা করতেন লাবনী সরকার। স্টার জলসায় সেই গেম শো টির নাম ছিল ‘কন্যে তুই মেগাস্টার’ (Kanye Tui Megastar)। যদিও শো টি একটি সিজনের পর আর আসেনি।
আরও পড়ুন : বাংলা সিরিয়ালের দিন শেষ! কেন দিন দিন কমছে দর্শক সংখ্যা? ফাঁস হল চাঞ্চল্যকর রিপোর্ট
তবুও এই গেম শেষ হওয়ার পর বহুবছর কেটে গেলেও আজও দর্শকদের মধ্যে এই গেম শো নিয়ে একটি উন্মাদনা লক্ষ্য করা যায়। সোশ্যাল মিডিয়ায় একজন অনুরাগী লিখেছিলেন,“একটা সময় ছিল যখন “দিদি নাম্বার 1” এর সাথে পাল্লা দিয়ে স্টার জলসায় “কন্যে তুই মেগাস্টার” নামক আরও একটি মহিলাদের গেম শো চালু হয়েছিল। ওখানে ট্রান্সপারেন্ট শাড়িতে লাবণী ম্যামের উপস্থিতি গুলো কি সুন্দরই না লাগত। ওনার সুন্দর স্লিম চেহারার গড়ন এবং দারুন অ্যাংকারিং শো মাতিয়ে রাখত। অনেকেই হয়তো ভুলে গেছেন কারন ওটা একটা সিজনের বেশি এগোয়নি।”
আরও পড়ুন : একসময় লজেন্স বিক্রি করে চলত সংসার! সিনেমাকেও হার মানাবে অভিনেত্রী সুদীপা বসুর জীবন