টলিউড নায়িকা বানাতে মেয়ের নামই বদলে ফেলেন রঞ্জিত মল্লিক! কোয়েলের আসল নাম আরও বেশি সুন্দর

কোয়েল মল্লিকের আসল নাম কী? বেশিরভাগ মানুষই সঠিক উত্তর জানেন না

Do you know what is the actual name of Koel Mallick

বাংলা সিনেমা দুনিয়াতে রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) নামটা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আজও। বর্তমানে তিনি অভিনয় করে না ঠিকই, কিন্তু তার যোগ্য উত্তরাধিকারী হিসেবে টলিউডের তার নাম এগিয়ে নিয়ে গিয়েছেন তার মেয়ে কোয়েল মল্লিক (Koel Mallick)। যদিও বাবা রঞ্জিত মল্লিক কখনও চাননি মেয়েও অভিনয় করুক। তিনি ভেবেছিলেন অভিনয়ে ব্যর্থ হবে মেয়ে। কিন্তু কোয়েল টলিউডে এসে উল্টে বাবার মুখ উজ্জ্বল করেন।

বিগত প্রায় ২ দশক ধরে টলিউডে সুপারহিট ছবিতে অভিনয় করে বাবার নাম উজ্জ্বল করেছেন কোয়েল। দেব-কোয়েল, জুটি হোক বা জিত-কোয়েল, বাঙালির কাছে বরাবর কোয়েল মল্লিক পছন্দের অভিনেত্রী হয়ে রয়েছেন। কোয়েল মল্লিককে আজ এক নামে সবাই চেনেন। তবে জানেন কি যে নামে আপনি আপনার পছন্দের অভিনেত্রীকে চিনেছেন বা জেনেছেন এতদিন, সেটা তার আসল নামই নয়?

হ্যাঁ, কোয়েল মল্লিকের আসল নাম সেটা নয় যেটা এতদিন জেনেছেন আপনি। রঞ্জিত মল্লিকের মেয়ের একটা খুব সুন্দর নাম রয়েছে। কিন্তু নিজের নাম কেন বদলে ফেললেন কোয়েল? কেনই বা টলিউড তাকে তার আসল নামে চিনল না? সেই সব বিষয়ে জানতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর। রঞ্জিত মল্লিক নিজে সুপারস্টার হয়েও কখনও চাননি তার মেয়ে বাবার ইমেজ ব্যবহার করে টলিউডে অতিরিক্ত সুযোগ-সুবিধা কিছু পাক।

এমনকি কোয়েল যখন টলিউডের অভিনয়ের প্রথম সুযোগ পান হরনাথ চক্রবর্তীর কাছে তখনও রঞ্জিত মল্লিক পরিচালককে সাফ বলে দিয়েছিলেন একদিন-দুদিন শুটিং করিয়ে যদি মনে হয় কোয়েল অভিনয়টা পারছেন না তাহলেই যেন তাকে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ রঞ্জিত মল্লিক চাননি তার মেয়ের জন্য প্রোডিউসারের ক্ষতি হোক। সেই সঙ্গে বাবা হিসেবেও তিনি চাইতেন না তার মেয়ে অভিনয় করতে গিয়ে ব্যর্থ হয়ে মনে কষ্ট পাক।

রঞ্জিত মল্লিক সাফ বলে দিয়েছিলেন, রঞ্জিত মল্লিকের মেয়ে বলে কোয়েলের প্রথম ছবিটা হয়তো দর্শকরা দেখতে আসবেন। বড়জোর দ্বিতীয় ছবিটাও চলতে পারে। কিন্তু দিনের পর দিন শুধু রঞ্জিত মল্লিকের মেয়ে বলেই কোয়েল টলিউডে টিকে থাকতে পারবেন না। তার জন্য তার নিজের যোগ্যতার প্রয়োজন হবে। তাছাড়া তিনি চাইতেন মেয়ে আগে পড়াশোনা করুক। তারপরে অভিনয় নিয়ে ভাবুক।

বাবার কথা কিন্তু ফেলেননি কোয়েল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। সেই সঙ্গে বাবার মনের ভয় দূর করে একটার পর একটা ছবিও সফলতার সঙ্গে উতরে যান তিনি। তবে এসব কিছুর মাঝে তার আসল নামটাই কোথাও যেন চাপা পড়ে গিয়েছে। কোয়েল মল্লিকের বর্তমান নামটা যেমন মিষ্টি, তেমন তার আসল নামটাও খুবই সুন্দর। রঞ্জিত মল্লিক তার মেয়ের নাম রেখেছিলেন রুক্মিণী মল্লিক।