কচুরি-সিঙ্গারাই বাঁচিয়ে দেয় কেরিয়ার! জানেন কীভাবে ‘মহাভারত’-এর শ্রীকৃষ্ণ হন নীতিশ ভরদ্বাজ?

Mahabharat Sri Krishna Nitish Bharadwaj : রামায়ণ-মহাভারত, এই দুটি মহাকাব্যের সঙ্গে প্রত্যেক হিন্দু ভারতীয়ের গভীর আবেগ জুড়ে রয়েছে। গত কয়েক দশকে এই দুই মহাকাব্য অনুসরণে বহু সিরিয়াল এবং সিনেমা এসেছে। তবে বি আর চোপড়া (B R Chopra) -র তৈরি মহাভারত (Mahabharat) কার্যত দর্শকরা কোনওদিনই ভুলতে পারবেন না। ভুলতে পারবেন না এই সিরিয়ালের চরিত্রদের।

বি আর চোপড়ার পরিচালনায় তৈরি মহাভারতে শ্রীকৃষ্ণ (Sri Krishna) -র ভূমিকায় অভিনয় করেছিলেন নীতিশ ভরদ্বাজ (Nitish Bharadwaj)। আজ এত বছর পেরিয়েও দর্শকরা নীতিশকে শ্রীকৃষ্ণ হিসেবেই মনে রেখেছেন। তবে জানেন কি যে চরিত্র তাকে আজও বিখ্যাত করে রেখেছে এমন একটি চরিত্রে নাকি নীতিশ অভিনয় করতে চাইছিলেন না প্রথমে? তিনি ইতস্তত বোধ করছিলেন শ্রীকৃষ্ণের চরিত্রটি নিতে।

Srikrishna Nitish Bharadwaj

সংবাদমাধ্যম সূত্রে খবর, নীতিশ ভরদ্বাজের নাকি শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করতে সংকোচ বোধ হচ্ছিল। তবে শেষমেষ সমস্ত সংকোচ কাটিয়ে তিনি এই সিরিয়ালের জন্য ‘হ্যাঁ’ বলে দেন। এর পেছনে রয়েছে একটা খুবই মজার কাহিনী। বি আর চোপড়া আসলে নিজেই চেয়েছিলেন শ্রীকৃষ্ণের চরিত্রে নীতিশ অভিনয় করুন।

নীতিশকে রাজি করানোর জন্য তিনি নিজেই একদিন একটা অভিনব পরিকল্পনা করে বসেন। গোটা টিমের জন্য তিনি একদিন চা আর সিঙ্গারা আনিয়ে নেন। আসলে কচুরি এবং সিঙ্গারা নীতিশের খুবই প্রিয় খাবার ছিল। তিনি সেটা জানতেন। আর সেই কারণেই তিনি নীতিশের জন্য তার প্রিয় খাবার আনিয়ে ছিলেন। প্রিয় খাবার পেয়ে অনেকটাই সহজ হয়ে ওঠেন নীতিশ।

Srikrishna Nitish Bharadwaj

এরপর সুযোগ বুঝে পরিচালক তাকে শ্রীকৃষ্ণের চরিত্রটির ব্যাপারে বুঝিয়ে দেন। নীতিশও সবটা বুঝে রাজি হয়ে যান। আর তাছাড়া পরবর্তীকালে তার বাবা-মাও তাকে এমন একটি চরিত্র হাতছাড়া না করার পরামর্শ দেন। এরপরে আর ভুল করেননি নীতিশ। এই চরিত্রটিই পরবর্তীকালে তার কেরিয়ারের মাইলস্টোন হয়ে দাঁড়ায়।

Srikrishna Nitish Bharadwaj

আরও পড়ুন : গুরুতর অসুস্থ মহাভারতের ‘শকুনি মামা’, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেতা

নীতিশ একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই সময় মহাভারত বানাতে ৯ কোটি টাকা খরচ হয়েছিল। তবে শুধু টাকা নয়, টিমের প্রত্যেক সদস্য কঠিন পরিশ্রমও করেছিলেন। সকলকে ১৪ থেকে ১৬ ঘন্টা কাজ করতে হত। সপ্তাহ শেষে রবিবার তারা ছুটি পেতেন। পরে বি আর চোপড়ার ‘বিষ্ণুপুরাণ’ এও শ্রীকৃষ্ণের ভূমিকাতে অভিনয় করেছিলেন নীতিশ।

আরও পড়ুন : শুধু রামায়ণ নয়, দূরদর্শনের এই ৬ ধারাবাহিকের জনপ্রিয়তা আজও আকাশছোঁয়া