Bollywood Legendary Kapoor Family’s Educational Qualification : বলিউড (Bollywood) তারকাদের নাম-যশ, অর্থ, খ্যাতি, প্রতিপত্তি এসব দেখলে অতি বড় নেতা-মন্ত্রীদেরও চোখ কপালে ওঠে। রিল লাইফে শুধু অভিনয় দিয়েই তারা কোটি কোটি ভক্তের মন জয় করেছেন। কিন্তু বাস্তব জীবনে তারা কে কতদূর পড়াশোনা করেছেন সেটা জানেন? আজ এই প্রতিবেদনে রইল বলিউডের সবথেকে অশিক্ষিত পরিবার কাপুর পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা।
পৃথ্বীরাজ কাপুর (Prithviraj Kapoor) : পৃথ্বীরাজ কাপুর হলেন কাপুর বংশের প্রথম তারকা অভিনেতা। ভারতীয় সিনেমা তার হাত ধরেই পথ চলা শুরু করেছিল। তাই তাকেই হিন্দি ছবির প্রতিষ্ঠাতা বলে ধরা হয়। অবিভক্ত ভারতবর্ষের লায়লপুর খালসা কলেজ থেকে পড়াশোনা করেছিলেন পৃথ্বীরাজ। এরপর তিনি পেসোয়ার্ডের এডওয়ার্ডস কলেজে ভর্তি হন এবং BA ডিগ্রি লাভ করেন।
রাজ কাপুর (Raj Kapoor) : পৃথ্বীরাজ কাপুরের সন্তান রাজ কাপুর যিনি পরবর্তী দিনে বলিউডের একজন নামী অভিনেতা হয়েছিলেন। তাকে ভারতীয় সিনেমার চার্লি চ্যাপলিন বলা হত। তিনি দেরাদুন, মুম্বাই এবং কলকাতার বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। শোনা যায় ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ফেল করলে পড়াশোনার পাট সেখানেই চুকিয়ে দেন রাজ কাপুর।
শাম্মী কাপুর (Shammi Kapoor) : পৃথ্বীরাজ কাপুরের আরেক সন্তান শাম্মী কাপুর অবশ্য পড়াশোনাতে বাবার মুখ রেখেছিলেন। তাকে শৈশবে পড়াশোনার জন্য বেশিরভাগ সময় কলকাতাতে কাটাতে হয়েছিল। তিনি ডন বস্কো হাইস্কুলে ভর্তি হন এবং মাধ্যমিক পাশ করেন। তবে তারপরেই শাম্মী কাপুর পড়াশোনা ছেড়ে দেন।
শশী কাপুর (Sashi Kapoor) : রাজ কাপুরের সর্বকনিষ্ঠ সন্তান শশী কাপুর মুম্বাইয়ের ডন বস্কো হাইস্কুলে ভর্তি হয়েছিলেন। খুব ছোটতেই শিশু অভিনেতা হিসেবে তার পর্দায় অভিষেক হয়েছিল। তিনিও স্কুলের গণ্ডি পেরোতে পারেননি বলেই জানা যায়। মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন শশী।
রণধীর কাপুর (Randhir Kapoor) : রনধীর কাপুরকে দেরাদুনের কর্নেল ব্রাউন কেমব্রিজ স্কুলে ভর্তি করানো হয়েছিল। তবে পড়াশোনাতে তারও বিশেষ মন ছিল না। তিনি কোনওমতে স্কুলের গন্ডীটুকু পেরিয়েই পড়াশোনা বন্ধ করে দেন। উচ্চশিক্ষার জন্য আর কলেজে ভর্তি হননি রণধীর।
ঋষি কাপুর (Rishi Kapoor) : ঋষিকে ভর্তি করানো হয়েছিল মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলে। তবে তিনিও পড়াশোনাতে একেবারেই ভাল ছিলেন না। অষ্টম শ্রেণীতে পড়তে পড়তে তিনি ফেল করে যান। পরবর্তী দিনে তাকে আজমেরের মেয়ো কলেজে ভর্তি করানো হয়েছিল। সেখানে একবছরও পড়াশোনা চালিয়ে যেতে পারেননি ঋষি।
আরও পড়ুন : বিশ্বের সবথেকে ধনী পরিবার, তবে আম্বানিরা কে কতদূর শিক্ষিত জানলে চমকে যাবেন
করিশ্মা কাপুর (Karisma Kapoor) : রণধীর কাপুরের কন্যা করিশ্মা মুম্বাইয়ের কাথিড্রাল অ্যান্ড জন কনন স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে তিনি নাকি পঞ্চম শ্রেণীতেই ফেল করে যান। এরপর নাকি আর পড়াশোনা করেননি করিশ্মা। তিনি বলিউডে নিজের কেরিয়ার গড়ে তোলার দিকে মন দেন।
আরও পড়ুন : ইশা, আকাশ, অনন্ত, আম্বানির তিন সন্তানের মধ্যে সবথেকে বেশি শিক্ষিত কে?
করিনা কাপুর (Kareena Kapoor) : করিনা কাপুরের মতই তার বোন করিশ্মাও খুব কম বয়সে বলিউডে পা রেখেছিলেন। তাকে মুম্বাইয়ের জামনাবাই নার্সি স্কুলে ভর্তি করানো হয়েছিল। তারপর দেরাদুনে ওয়েলহাম স্কুল থেকে পড়াশোনা শেষ করেন তিনি। এরপর আর কলেজের পড়াশোনা এগিয়ে নিয়ে যাননি করিনা।
রণবীর কাপুর (Ranbir Kapoor) : রণবীর কাপুরকেই এই সুপারস্টারের বংশের একমাত্র উচ্চ শিক্ষিত বলে ধরা যেতে পারে। তিনি মুম্বাইয়ের বোম্বে স্কটিশ স্কুলে ভর্তি হন এবং তারপর এইচ আর কলেজ অফ কমার্স এন্ড ইকোনোমিক্সে ভর্তি হন। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য নিউইয়র্কে চলে যান। সেখানে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছিলেন।
আরও পড়ুন : কত দূর পড়াশোনা করেছেন ঐশ্বর্য রাই? জানলে আপনার চোখ উঠবে কপালে
আলিয়া ভাট (Alia Bhatt) : কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাটও পড়াশোনাতে খুব একটা ভাল ছিলেন না। যদিও তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত এগিয়েছিলেন। উচ্চ মাধ্যমিক পাশের পরই আলিয়া অভিনয় দুনিয়াতে প্রবেশ করেন এবং পড়াশোনা ছেড়ে দেন।