বিশ্বের সবথেকে ধনী পরিবার, তবে আম্বানিরা কে কতদূর শিক্ষিত জানলে চমকে যাবেন

সারা দেশ তথা বিশ্বের নিরিখে আম্বানী পরিবারের (Ambani Family) বিস্তর নামডাক রয়েছে। ভারত বিখ্যাত ধনকুবেরদের তালিকায় শুধু নয়, গোটা বিশ্বের ধনকুবেদের তালিকায় মুকেশ আম্বানির নাম উঠে আসে। তার পরিবারের সকলেই কোটিপতি। সম্পত্তির হিসেবের পাশাপাশি চমকে দিচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা। এক নজরে দেখে নিন মুকেশ আম্বানিসহ তার পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা (Ambani Family’s Educational Qualification)।

অনন্ত আম্বানি (Anant Ambani) : মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি সম্প্রতি রাধিকা মার্চেন্টের সঙ্গে তার বাগদান অনুষ্ঠানের কারণে চর্চায় উঠেছিলেন। ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে তিনি পড়াশোনা করেছিলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেন। পড়াশোনার পর এখন তিনি বাবার ব্যবসার কাজে সহায়তা করছেন।

ISHA AMBANI

ইশা আম্বানি (Isha Ambani) : ইশা হলেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির একমাত্র কন্যা। তিনিও তার ভাইয়ের মত ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেন। ইশা এরপর যুক্তরাজ্যের ইয়ালে বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি বিভাগে ভর্তি হন এবং স্নাতক পাস করেন। বর্তমানে তিনিও বাবার রিলায়েন্সের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

আকাশ আম্বানি (Akash Ambani) : আকাশ আম্বানি মুকেশ এবং নীতা আম্বানির জ্যেষ্ঠ পুত্র। তিনি প্রথমে ক্যাম্পিয়ান স্কুল ও পরে তার ভাইবোনদের মত ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়েন। এরপর তিনি ব্রাউন ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন।

Radhika Marchent

রাধিকা মার্চেন্ট (Radhika Marchent) : আম্বানি পরিবারের নতুন সদস্য হয়েছেন রাধিকা। তিনি ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল এবং ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল থেকে পড়াশোনা করেছেন। রাধিকা বর্তমানে তার বাবার ব্যবসার কাজ সামলাচ্ছেন। অনন্ত আম্বানিকে বিয়ে করে খুব শীঘ্রই তিনি আম্বানি পরিবারের সদস্যা হবেন।

শ্লোকা মেহতা আম্বানি (Shloka Mehta Ambani) : আকাশ আম্বানির স্ত্রী শ্লোকাও ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। এরপর তিনি নিউ জার্সির প্রিন্সটেন বিশ্ববিদ্যালয় থেকে অ্যান্থ্রোপলজি নিয়ে পড়াশোনা করেন।

MUKESH AMBANI AND NITA AMBANI

নীতা আম্বানি (Nita Ambani) : খুব সাধারণ এক পরিবার থেকে আম্বানি পরিবারের পুত্রবধূ হয়ে এসেছিলেন নীতা। বিয়ের আগে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন। নীতার কমার্সে ব্যাচেলর ডিগ্রি আছে।

মুকেশ আম্বানি (Mukesh Ambani) : মুকেশ আম্বানি একজন সফল শিল্পপতি। সারা বিশ্বের নিরিখে তিনি একজন নামকরা ধনকুবের। তবে তিনি এমবিএ কোর্সে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেননি। পড়াশোনা শেষ না করতে পারলেও তাতে কিন্তু তার সফলতা আটকায়নি।