বিদেশেও উজ্জ্বল করবেন বাংলার মুখ! আন্তর্জাতিক স্তরে অভিনয়ের সুযোগ পেল জি বাংলার ফুলকি

বর্তমানে বাংলা সিরিয়ালের অভিনেত্রীরা একে একে পা রাখছেন টলিউড থেকে বলিউড। কেউ কেউ তো দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছেন বিদেশেও। বলতে গেলে সিরিয়াল থেকেই উঠে আসছে আগামী দিনের তারকা। এবার সেই জায়গায় নতুন সংযোজন জি বাংলার ফুলকি সিরিয়ালের নায়িকা দিব্যাণী মন্ডল। কোন দেশ থেকে অভিনয়ের প্রস্তাব পেলেন বাংলা সিরিয়ালের এই নায়িকা?

ঢালিউডে অভিনয় করতে যাচ্ছেন দিব্যাণী মন্ডল

জি বাংলার ফুলকি থেকে সোজা ঢালিউড নাটকে পা রাখবেন অভিনেত্রী। হ্যাঁ, দিব্যাণী মন্ডল এবার ঢালিউডে পা রাখবেন। জি বাংলাতে ফুলকি সিরিয়াল দিয়েই তার অভিনয় জীবনের শুরুটা হয়েছে। এই সিরিয়ালে অভিনয় করতে করতেই তিনি পেলেন বাংলাদেশের নাটকে কাজের সুযোগ। বাংলাদেশের নাটকের জনপ্রিয়তা ব্যাপক। সেখানকার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের সঙ্গে একটি নাটকের অংশ হতে চলেছেন দিব্যাণী।

Divyani Mondal

বাংলাদেশে মেহজাবিন এবং জোভানের জুটিকে নিয়ে একটি নাটক বানানো হবে যার নাম বেস্ট ফ্রেন্ড ৩.০। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দিব্যাণী। তাহলে তিনি এখন যে সিরিয়ালে অভিনয় করছেন তার কী হবে? তিনি তো এখানে মুখ্য চরিত্র। আসলে বাংলাদেশের এই যে নাটকটা আসছে তাতে প্রথম পার্ট, দ্বিতীয় এবং তৃতীয় পার্ট থাকবে। প্রথম পার্টে দিব্যাণী ছিলেন না। দ্বিতীয়তেও তার তেমন একটা ভূমিকা থাকবে না। তবে তৃতীয় পার্টে পুরোটা জুড়েই তিনি থাকবেন। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতে এই নাটকের শুটিং শুরু হবে। অর্থাৎ এখনো দিব্যাণীর হাতে প্রচুর সময় রয়েছে।

আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে ‘ফুলকি’র নায়ক! পাত্রী কে? বিয়ের দিন কবে? সুখবর দিলেন অভিনেতা

Phulki

আরও পড়ুন : কুটকাচালি-পরকীয়া ছাড়াও ব্যাপক হিট, দর্শকদের বিচারে আজও সেরা এই ৬ বাংলা সিরিয়াল

এই বছরের ১৪ ই ফেব্রুয়ারি এই নাটকটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণে এর সম্প্রচার পিছিয়ে যায়। এখন জানা যাচ্ছে ঈদের দিন সিএমবভি ইউটিউব চ্যানেলে এই নাটকটি মুক্তি পাবে। প্রবীর রায়চৌধুরী এই নাটকের পরিচালনা করেছেন। ২০১৮ সালে এই নাটকের প্রথম ভাগ মুক্তি পেয়েছিল। প্রায় ৭ বছর পর মুক্তি পাবে সেই জনপ্রিয় নাটকের দ্বিতীয় পার্ট।