জি বাংলার (Zee Bangla) ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) মানেই দর্শকদের কাছে গত এক দশকের নস্টালজিয়া। বছরের পর বছর এই নাচের রিয়েলিটি শোয়ের নতুন নতুন সিজন এসেছে। এখান থেকেই জনপ্রিয়তা পেয়েছেন প্রতিযোগিরা। তবে ডান্স বাংলা ডান্সের ‘পান্তা ভাতের কুন্ডু’র (Panta Bhater Kundu) জনপ্রিয়তাকে কার্যত ছাপিয়ে যেতে পারেনি আর কেউ।
‘পান্তা ভাতের কুন্ডু’, দীপান্বিতা কুন্ডুকে (Deepanwita Kundu) ভালবেসে এই নামটি দিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেই থেকে দর্শকরাও তাকে এই নামেই চেনেন। দর্শকদের চোখের সামনে আজও ভাসে সাড়ে তিন বছরের ছোটখাটো গোলগাল মিষ্টি সেই মেয়ের চেহারা। সেই মেয়েটা আজ অনেক বড় হয়ে গিয়েছে। এতদিন বাদে সে আবার ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী হয়ে ফিরেছে।
ছোট্ট দীপান্বিতা আজ এতটা বড় হয়ে গিয়েছে যে দর্শকরা এক নজরে দেখে তাকে চিনতে পারেননি। কিন্তু তার মুখের মিষ্টি হাসিটা এখনও সেই আগের মতই আছে। আর গোলগাল চেহারাটাও একইরকম আছে। নাচের স্টাইল, চোখ মুখের এক্সপ্রেশন, বদলায়নি কিছুই। শুধু মাঝে পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর।
ডান্স বাংলা ডান্সের মঞ্চে দীপান্বিতার নাচ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার একটি নাচের ভিডিও। বাংলাদেশের জনপ্রিয় গান ‘নয়া দামান’ গানের সঙ্গে কিছুদিন আগেই নৃত্য পরিবেশন করেছিলেন দীপান্বিতা। ইউটিউবে তার নিজস্ব চ্যানেলে তিনি সেই নাচের ভিডিও আপলোড করেন।
লাল রংয়ের শাড়ির সঙ্গে কালো রঙের ব্লাউজ, মাথার চুল খোপা করে বাঁধা, কিছু চুল এলোমেলো হয়ে মুখের দুই পাশে ঝুলছে। দুহাতে রয়েছে লাল চুড়ি। এই সাধারণ সাজে অসাধারণ নৃত্য পরিবেশন করে দেখালেন দীপান্বিতা। তার নাচ দেখলে চোখ সরানো যায় না। নেটিজেনরা দীপান্বিতার ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
দীপান্বিতার নাচের এই ভিডিওটি হু হু করে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই এই ভিডিও বেশ কয়েক লক্ষ ভিউ পেরিয়ে গিয়েছে। দীপান্বিতার নাচের দারুণ প্রশংসা করছেন সকলে। বড় হয়ে গেলেও নাচের প্রতি আগ্রহ তার এখনও আছে। ডান্স বাংলা ডান্স দীপান্বিতার নাচ আবার দেখার সুযোগ করে দিয়েছে।