একের পর এক সিরিয়ালের গল্পচুরি, এই ৩ টি সিরিয়াল নকল করার অভিযোগ উঠল মিঠাইয়ের দিকে

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়ালটি সদ্য ২ বছর সম্পূর্ণ করেছে। অন্যান্য সিরিয়ালগুলো যেখানে শুরু হতে না হতেই বন্ধের মুখে পড়ছে সেখানে জি বাংলার এই সিরিয়ালের জনপ্রিয়তা দিন প্রতিদিন বাড়ছে। তবে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রোলাররাও কিন্তু মিঠাইয়ের পিছু ছাড়ছেন না। তারা দাবী করছেন অন্যান্য জনপ্রিয় সিরিয়ালের গল্প চুরি করে মিঠাই জনপ্রিয়তা বাড়াচ্ছে।

গত কয়েক মাসের মধ্যে মিঠাইয়ের গল্পে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দুর্ঘটনায় মিঠাইয়ের মৃত্যু, মনোহরাতে মিঠির প্রবেশ, সিদ্ধার্থ-মিঠির বিয়ে, এদিকে আবার মিষ্টিকে সঙ্গে নিয়ে মিঠাইয়ের পুনরায় গল্পে প্রবেশ, তার উপর আবার স্মৃতি হারিয়ে ফেলেছে মিঠাই, দর্শকদের জন্য গল্পে এতদিন ছিল পরপর চমক। আবার দর্শকদের একাংশের মতে মিঠাই নাকি অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa), গাঁটছড়া (Gantchhora) এবং কৃষ্ণকলিকে (Krishnokoli) নকল করছে।

MITHAI

অন্যান্য সিরিয়ালের গল্পের সঙ্গে পছন্দের সিরিয়ালের মিল খুঁজে পাওয়াতে মিঠাইয়ের ভক্তরাও কিছুটা বিরক্ত বোধ করছেন। আসলে মিঠাই সিরিয়াল বরাবর ছিল ইউনিক। শুরু থেকে এই সিরিয়ালটি আর পাঁচটা সিরিয়ালের তুলনায় আলাদা ছিল। কিন্তু এই মিঠাইয়ের বিরুদ্ধেই নাকি আরও তিনটি জনপ্রিয় সিরিয়ালকে নকল করার অভিযোগ উঠছে।

ধারাবাহিকে যখন হঠাৎ করেই মিষ্টিকে নিয়ে আসা হল তখন দর্শকের দাবি করতে শুরু করেন সিরিয়ালটি অনুরাগের ছোঁয়াকে নকল করছে। অনুরাগের ছোঁয়াতে রূপার সঙ্গে যখন সূর্যর দেখা হয় তখন দুজনের মধ্যে ভাল বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। যেমনটা মিঠাইতে সিদ্ধার্থ এবং মিষ্টির মধ্যেও দেখা গিয়েছে। বর্তমানে অনুরাগের ছোঁয়া টিআরপি টপার। টপার সিরিয়ালের গল্প অনুসরণ করে মিঠাই টিআরপি বাড়াতে চাইছে, বলছেন একদল দর্শক।

MITHAI

আবার হালফিলে গাঁটছড়া সিরিয়ালে দেখা যাচ্ছে খড়ি তার স্মৃতি হারিয়ে ফেলেছে। ঋদ্ধিমান খড়ির স্মৃতি ফেরানোর চেষ্টা করছে। মিঠাইও তার স্মৃতি হারিয়ে ফেলেছে। স্মৃতি হারিয়ে এখন আলাদা একটা মানুষে পরিণত হয়েছে সে। যদিও মিঠাই অবশ্য কাউকেই চিনতে পারছে না এবং বিশ্বাসও করছে না। অন্যদিকে পুরনো সবকিছু মনে না পড়লেও খড়ি ঋদ্ধিমানকে ও ভট্টাচার্য এবং সিংহ রায় পরিবারকে আপন করে নিয়েছে।

MITHI MITHAI

দর্শকদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন এই সিরিয়ালটি নাকি জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালকেও নকল করেছে। কারণ কৃষ্ণকলিতেও দেখানো হয়েছিল শ্যামা তার মুখ ঢেকে ঘুরে বেড়াত। এদিকে মিঠাইতেও মিঠাই এতদিন ঘোমটার আড়ালে মুখ ঢেকে লুকিয়ে বেড়াত। তাই দর্শকরা মিঠাইকে কটাক্ষ করে ‘কপিবাজ’ সিরিয়াল বলছেন।