দেশের এক নম্বর স্কুল! শাহরুখ-ঐশ্বর্যর ছেলেমেয়ের স্কুল শিক্ষকদের বেতন শুনলে আঁতকে উঠবেন

শাহরুখ-ঐশ্বর্যর ছেলেমেয়েরা যে স্কুলে পড়েন, সেই স্কুলের শিক্ষকদের মাইনে কত?

কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, ঐশ্বর্য রাই বচ্চন, শাহরুখ খান এবং কারিনা কাপুর খান সন্তানদের অ্যানুয়াল ডে ফাংশনের বেশ কিছু ভিডিও। আরাধ্যা থেকে শুরু করে ইব্রাহিম, সকলেরই পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। তবে আপনি কি জানেন যে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে (Dhirubhai Ambani International School) তারকা সন্তানরা পড়াশোনা করেন সেখানকার শিক্ষকদের মাইনে ঠিক কত?

ভারতের অন্যতম নামী স্কুলের মধ্যে একটি হলো ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুল। স্কুলটির প্রতিষ্ঠাতা হলেন আম্বানি পরিবারের পুত্রবধূ নীতা আম্বানি। নীতা আম্বানি যেহেতু নিজেই একজন শিক্ষিকা ছিলেন তাই বিয়ের পর তিনি এই স্কুলটি তৈরি করার সিদ্ধান্ত নেন। তবে এই স্কুলটি যে সে স্কুল নয়, আমরা টিভির পর্দায় যে তারকাদের দেখি সেই তারকাদের সন্তানরা পড়েন এই স্কুলে।

Dhirubhai Ambani International School

ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে, হৃত্বিক রোশন, করন জোহর থেকে শুরু করে শাহরুখ খান, সকলেরই সন্তান পড়াশোনা করেন ধীরুভাই আম্বানি স্কুলে। এক কথায় এই স্কুলে গেলে আপনি দেখতে পাবেন তারকা সন্তানদের মেলা। শুধু আব্রাহাম বা আরাধ্যা নয়, সারা আলি খান, সুহানা খান, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর সকলেই শিক্ষার অর্জন করেছেন ধীরুভাই আম্বানির ইন্টারন্যাশনাল স্কুল থেকে।

ভারতের বুকে যে স্কুলটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে চলেছে দেশের নামী দামী তারকাদের সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যে বেশ যোগ্যতা সম্পন্ন হতে হয় তা বলাই বাহুল্য। এই স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হতে হলে ন্যূনতম বিএড ডিগ্রী থাকতেই হবে। তবে ফ্রেশার হলে চলবে না। অন্তত ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতেই হবে না হলে এই স্কুলে কোনভাবেই পড়ানো যাবে না।

Dhirubhai Ambani International School

শুধু ভারত নয়, বিদেশের একাধিক নামী দামী শিক্ষকরা এই স্কুলে শিক্ষা প্রদান করে থাকেন। শিক্ষকদের জন্য প্রতি বছর ২ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা মাইনে বরাদ্দ থাকে। যদিও মাইনের পুরোটাই নির্ভর করে অভিজ্ঞতা ও যোগ্যতার ওপর। স্কুলে শুধু পড়ালেই চলে না, ছাত্র-ছাত্রীদের স্পেশাল অ্যাক্টিভিটির ক্লাসও নিতে হয় শিক্ষক শিক্ষিকাদের। নিতে হয় এক্সট্রা ক্লাসও।

আরও পড়ুন : ৫০০০ কোটির ব্যবসা সন্তানদের দিয়ে অবসর নিচ্ছে মুকেশ আম্বানি, কে কত সম্পত্তি পেল?

Dhirubhai Ambani International School

আরও পড়ুন : সকাল থেকে রাত কী কী করেন নীতা আম্বানি? প্রকাশ্যে এল অ্যান্টিলিয়ার অন্দরমহলের সব তথ্য

প্রসঙ্গত, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে প্রাথমিক শ্রেণী থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনার খরচ বার্ষিক ১ লাখ ৭০ হাজার টাকা। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক খরচ ৪ থেকে ১২ লাখ টাকা। শুধু অর্থের দিক থেকে নয়, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও যে এই স্কুল এগিয়ে রয়েছে অনেক স্কুলের থেকে তা বলাই বাহুল্য।