Ambani School Fees: বলিউড সেলিব্রিটিদের সন্তানরা কোন স্কুলে পড়ে? স্কুলের ফিজ কত?

শাহরুখ খান থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন, সেইফ আলি খান থেকে শুরু করে শচীন টেন্ডুলকর, বলিউড এবং ক্রিকেট দুনিয়ার তারকাদের সন্তানরা পড়াশোনা করেছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। ধীরুভাইয়ের নামের এই স্কুল পরিচালনা করেন তার পুত্রবধূ নীতা। এই স্কুলে পড়াশোনার জন্য এক মাসের ফি কত জানেন?

ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র শাহরুখ খানের তিন সন্তান আরিয়ান খান, সুহানা খান এবং আব্রাম খান, সেই সঙ্গে সেইফ আলি খানের মেয়ে সারা আলি খান, অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন, শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর, চ্যাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে, অজয়-কাজলের মেয়ে নায়সা দেবগন, শচীন টেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকররা তাদের প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করেছেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলেই। স্বাভাবিকভাবেই এই স্কুলে পড়ার খরচ আর পাঁচটা সাধারণ স্কুলের মত নয়।

Dhirubhai Ambani International School

মুম্বাইয়ের বান্দ্রা এলাকাতে অবস্থিত এই স্কুলটি মুকেশ এবং নীতা প্রতিষ্ঠা করেন ২০০৩ সালে। এখন এই স্কুলের ভাইস চেয়ারপার্সন হলেন মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি। এই স্কুলে লোয়ার কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার অবকাশ রয়েছে। অত্যন্ত আধুনিক প্রযুক্তির ক্লাসরুম, এছাড়াও ল্যাবরেটরি, লাইব্রেরি, প্লে-গ্রাউন্ড, পড়াশোনার বাইরেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করানো হয় এখানে ছাত্রদের।

আম্বানিদের এই স্কুলে ছাত্র-ছাত্রীরা সব ধরনের বিলাসবহুল সুযোগ সুবিধা পান। শুধু পড়াশোনা নয়, নানা বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। নাচ, গান, আবৃত্তি, অভিনয়, খেলাধুলা, যোগা ইত্যাদি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এখানে প্রতি‌ ৭ জন ছাত্র পিছু একজন শিক্ষক বা শিক্ষিকা নিযুক্ত হন। তাই প্রত্যেক ছাত্র সমানভাবে শিক্ষকদের সাহায্য পায়।

আরও পড়ুন : বলিউডে আসার আগে সেলসম্যান ছিলেন এই বলিউড তারকারা

Dhirubhai Ambani International School

আরও পড়ুন : বলিউডে আয়ার বেতন কত? কার আয়ার সবথেকে বেশি টাকা পায়?

বলিউড সূত্রে খবর, লোয়ার কেজি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে গেলে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বছরে ১ লক্ষ ৭০ হাজার টাকা করে খরচ হয়। অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক বছর সেই খরচটা বেড়ে গিয়ে দাঁড়ায় ৫ লক্ষ ৯০ হাজার টাকায়। দশম শ্রেণীর পড়াশোনার পর ছাত্রছাত্রীরা চাইলে অন্য স্কুলে ভর্তি হতেও পারেন। তবে কেউ যদি একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য পড়াশোনা করতে চান এই স্কুলেই তাহলে তাকে প্রত্যেক বছর ৯ লক্ষ ৬৫ হাজার টাকা দিতে হয়।