বহুরূপী বনাম খাদান (Khadaan)! দেব (Dev) বনাম শিবপ্রসাদ মুখার্জী (Shiboprosad Mukherjee)! এবার সরাসরি সংঘাত বাঁধলো এই দুই সিনেমার মধ্যে। দেব ভক্তরা চরম অপমান করলেন শিবপ্রসাদকে। পাল্টা জবাবে ধুয়ে দিলেন শিবপ্রসাদ-পত্নী জিনিয়াও।
এবারের পুজোয় দেবের টেক্কার সঙ্গে মুক্তি পায় বহুরূপী। দেবকে টেক্কা দিয়ে বহুরূপী অনেক ভালো ব্যবসা করেছে। সম্প্রতি দেবের একটি ফ্যান পেজের তরফ থেকে শিবপ্রসাদকে উদ্দেশ্য করে লেখা হয়, “দেবদার সঙ্গে রিলিজ বন্ধ কর না হলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা, না হলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।”
এরকমই অকথ্য ভাষায় শিবপ্রসাদকে গালিগালাজ করেছেন দেব ভক্তরা। এর পাল্টা দিলেন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া। সোশ্যাল মিডিয়াতে তিনি এর স্ক্রিনশট তুলে লিখেছেন, “ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশাল মিডিয়া লাইফের একটা অংশ। অন্তহীন ট্রোলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের সিনেমাকে আটকাতে পারেনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা ‘পুষ্পা’ বলেছিল, হাম ঝুঁকেগা নেহি…’’।
আরও পড়ুন : প্রজাপতিকে টপকে গেল খাদান! নিজেই নিজের রেকর্ড ভাঙলেন সুপারস্টার দেব
আরও পড়ুন : খাদান দেখে দেবকে নিয়ে কী বললেন প্রসেনজিতের ছেলে? শুনেই অবাক নেটপাড়া
যদিও ভক্তরা যাই বলুন, দেব কিন্তু বহুরূপীর প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, বহুরূপী টেক্কার থেকে বেশি দিন চলেছিল। এটাই টলিউডের বিগেস্ট হিট। বহুরূপী দর্শককে বেঁধে রাখার কাজ করেছিল। যা পরে খাদানকে দর্শক টানতে সাহায্য করেছে।