দিদি নাম্বার ওয়ান, শাড়ির ব্যবসা থেকে কত টাকা রোজগার করেন রচনা? দিলেন জবাব

Riya Chatterjee

Published on:

১০ বছরেরও বেশি সময় ধরে জি বাংলার (Zee Bangla) দিদি নাম্বার ওয়ান (Didi Number One) রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। টলিউডের এই অভিনেত্রী এক সময় বাংলা এবং উড়িয়া ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন। ওড়িয়া ইন্ডাস্ট্রিতে সিদ্ধান্ত মহান্তি থেকে শুরু করে টলিউডের প্রসেনজিতের নায়িকা ছিলেন তিনি। আবার টলিউড সুপারস্টার দেবেরও প্রথম ছবির নায়িকা ছিলেন তিনিই‌।

প্রথম ছবির নায়িকা বলে কথা! রচনার সঙ্গে তাই আলাদাই এক সম্পর্ক রয়েছে দেবের। তাদের মধ্যের সেই কেমিস্ট্রিটা বিভিন্ন সময় ক্যামেরার সামনে ধরা পড়েছে। রচনা দেবের মনের বিশেষ জায়গা জুড়ে রয়েছেন। আবার দেবের প্রতিও রচনার টান রয়েছে। ১৫ বছর আগে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি শপথ’ ছবিতে তারাই হয়েছিলেন নায়ক-নায়িকা।

১৫ বছর বাদেও রচনার সঙ্গে দেবের সম্পর্কটা আগের মতই অটুট আছে। এখনও ছবি প্রচারের জন্য দিদি নাম্বার ওয়ানে রচনার মঞ্চকেই বেছে নেন দেব। আসন্ন ‘প্রজাপতি’ ছবির প্রচারে তিনি উপস্থিত হয়েছিলেন দিদি নাম্বার ওয়ানে। আসলে দিদি নাম্বার ওয়ানের এই মঞ্চটা বাংলা সিরিয়াল থেকে শুরু করে সিনেমার প্রচারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

ছবি প্রচার সদ্যই দিদি নাম্বার ওয়ান থেকে ঘুরে গিয়েছেন দেব। সুযোগ পেলেই রচনার সঙ্গে মজার খুনসুটিতে মেতে ওঠেন টলিউডের এই সুপারস্টার। কিছুদিন আগেই ফুটবল বিশ্বকাপ দেখতে কাতার গিয়েছিলেন রচনা। এই প্রসঙ্গ টেনে এনে রচনাকে লজ্জায় ফেলে দিলেন দেব। কাতারে কেন দেবের সঙ্গে দেখা হল না? রচনার প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন দেব।

দেব রচনাকে বলেন, “আমার তোমার মত এত টাকা নেই। দিদি নাম্বার ওয়ান থেকে তুমি কত টাকা পাচ্ছ? শাড়ি বিক্রি করে কত টাকা রোজগার করছ? আমাদের তো চলবে না ছবির প্রচার না করলে।” দেবের কথার জবাব দেবেন কি, প্রকাশ্যেই এমন প্রশ্নে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন রচনা। দেবের কথা শুনে দু-হাতে মুখ ঢাকলেন তিনি।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, কনীনিকা চক্রবর্তী অভিনীত ছবি প্রজাপতি। বাবা-ছেলের একটা মিষ্টি সম্পর্ক তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই ছবির হাত ধরেই প্রায় ৪৭ বছর আবার একসঙ্গে কাজ করলেন মমতা শঙ্কর এবং মিঠুন চক্রবর্তী। ৪৭ বছর আগে শেষবারের মত ‘মৃগয়া’ ছবিতে কাজ করেছিলেন তারা। মৃণাল সেনের এই ছবিটিই ছিল মমতা শঙ্কর এবং মিঠুনের ডেবিউ ছবি।