কেন দেব আনন্দের কালো কোটের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল মুম্বাই পুলিশ? কারণটা খুবই মর্মান্তিক

৬০-৭০ এর দশকে বলিউডের (Bollywood) হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে সেরা ছিলেন দেব আনন্দ (Dev Anand)। রোমান্টিক সিনেমাতে নায়িকাদের সঙ্গে পর্দায় রোমান্সের ঝড় তুলতে তার জুড়ি মেলা ভার ছিল। মৃত্যুর এত বছর বাদেও দেব আনন্দকে এখনও মনে রেখেছেন দর্শকরা। ৬০ এর দশকে মহিলাদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। শোনা যায়, তাকে একঝলক দেখার জন্যই নাকি রীতিমত পাগল ছিলেন মহিলারা।

মহিলাদের মধ্যে দেব আনন্দকে নিয়ে পাগলামির অন্ত ছিল না। তারা শুধু তাকে দেখবেন বলে একই সিনেমার টিকিট লাইন দিতে হলেও বারবার কাটতেন। দেব আনন্দকে নিয়ে তার ভক্তদের এরকম পাগলামির বহু গল্প রয়েছে। তবে তার মধ্যে সবথেকে আশ্চর্যজনক হল দেব আনন্দের কালো কোটকে কেন্দ্র করে একটি ঘটনা। যা শুনলে অবাক হয়ে যাবেন।

বলা হয় দেব আনন্দের মত ফ্যানবেস আর কখনও কোনও তারকার ছিল না। অভিনয় তো বটেই, বলিউডের এই হ্যান্ডসাম হিরো তার পোশাক-আশাক, স্টাইল স্টেটমেন্ট দিয়েও নজর কাড়তেন। তিনি যেখানে যেতেন সেখানে ভক্তদের ভিড় লেগে যেত। এমনকি এও শোনা যায় দেব আনন্দকে রাস্তা দিয়ে যেতে দেখলে মহিলারা নাকি উচ্ছ্বাস প্রকাশ করতে করতে ছাদ থেকে ঝাঁপও মারতেন!

এরকমই একটি ঘটনা ঘটেছিল মুম্বাই শহরে। দেব আনন্দ নাকি কালো কোট পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মাথা থেকে পা পর্যন্ত কালো মনোটোনে দেব আনন্দকে এতটাই সুন্দর লাগছিল যে মহিলারা চোখ ফেরাতেই পারছিলেন না। আর তখনই ঘটে যায় একটা বড় অঘটন। এক মহিলা দেবকে দেখে উঁচু তলার একটি বাড়ি থেকে রাস্তায় ঝাঁপ মেরেছিলেন। সে সময়কার দৈনিক পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছিল।

এই ঘটনার পর থেকে দেব আনন্দ চিরতরে কালো কোট পরে বাইরে বেরোনোই বন্ধ করে দেন। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আর কখনও তিনি কালো পোশাক পরে বাইরে বের হতে পারতেন না। যে ঘটনাটি সেদিন ঘটেছিল তার পেছনে কিন্তু রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিশেষজ্ঞরা বলেন কালো জিনিস খুব সহজেই যে কারও দৃষ্টি আকর্ষণ করতে পারে।

অন্যান্য রঙের তুলনায় কালো রঙের পোশাকে মানুষকে অনেক বেশি আকর্ষণীয় দেখতে লাগে। দেব আনন্দ এমনিতেই ভীষণ হ্যান্ডসাম ছিলেন। তারপর তিনি যখন কালো রঙের কোট পড়ে রাস্তায় বের হতেন তখন তাকে আরও আকর্ষণীয় দেখাত। যে কারণে এক মহিলার সঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটে যায়। তাই মুম্বাই প্রশাসনের তরফ থেকেই তার কাছে নাকি কালো পোশাক পরে বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞার নোটিশ পাঠানো হয়।