জগদ্ধাত্রী নয়, দীপাও বাদ! বাংলা সিরিয়ালে নতুন রেকর্ড গড়লো মিঠাই, আনন্দে ফেটে পড়লেন ভক্তরা

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা গত ২ বছরে উত্তরোত্তর বেড়েছে। যদিও টিআরপির অভাবে অবশ্য স্লট হারিয়ে বসেছে মিঠাই। কিন্তু নতুন স্লটে নতুন মোড় আসতেই হুহু করে বাড়ছে টিআরপি। এরই মাঝে দর্শকদের জন্য এল একটা বড় খবর। ভক্তদের প্রিয় মিঠাই আরও একটা নতুন রেকর্ড করে ফেলল। এই সুসংবাদ পেয়ে তো দারুণ খুশি মিঠাইয়ের ভক্তরা!

আসলে ‘মিঠাই’ মানেই দর্শকদের কাছে নতুন নতুন চমক। পিছিয়ে পড়লেও কিভাবে মোড় ঘুরিয়ে এগিয়ে আসতে হয় তা দেখিয়ে দিয়েছে মিঠাইরানী। তাই তো এখন টিআরপি ক্রমশ বাড়ছে। মিঠাইয়ের মৃত্যু, মিঠির আগমন থেকে শুরু করে মিঠি-শাক্যর কিডনাপিং, মিঠাইকে নিয়ে ক্রমশ রহস্য যেভাবে ঘনাচ্ছে তাতে দর্শকরা এক মুহূর্তের জন্য মিস করতে চাইছেন না।

যদিও ভক্তরা অবশ্য বহুদিন থেকেই মিঠাইকে গল্পে আবার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। আসলে মিঠির সঙ্গে সিদ্ধার্থের রসায়নটা মোটেও মানতে পারছেন না তারা। মিঠির চরিত্রটা ভাল হলেও দর্শকদের মন জুড়ে রয়েছে শুধুই মিঠাই। অতএব মিঠাইকে ফিরিয়ে আনার জন্য ক্রমশ সুর চড়াচ্ছেন তারা। তবে মিঠাইকে নিয়ে এবার একটা বড় সুখবর এল ভক্তদের জন্য।

সদ্য প্রকাশিত হয়েছে ওরম্যাক্স মিডিয়ার মোস্ট পপুলার ফিকশন চরিত্রের নাম। গত ডিসেম্বর মাসের হিসেবে মিঠাই পেয়েছে এই খেতাব। অর্থাৎ বর্তমানে বাংলা সিরিয়ালের মধ্যে মিঠাইয়ের চরিত্রটা সবথেকে বেশি জনপ্রিয়তা পাচ্ছে। উল্লেখ্য এই প্রথম নয়, এর আগেও বহুবার মিঠাই এই খেতাব পেয়েছে। এর আগে অন্তত ২০ বার মিঠাইয়ের মাথায় উঠেছে এই মুকুট।

ডিসেম্বর মাসের সমীক্ষার ফলাফলে জানা গিয়েছে পপুলার ফিকশন চরিত্রে নিরিখে মিঠাই রয়েছে সবার আগে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তৃতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের দীপা। চতুর্থ স্থানে রয়েছে ‘গাঁটছড়া’ সিরিয়ালের খড়ি। সকলকে অবাক করে দিয়ে পঞ্চম স্থানে রয়েছে মাধবীলতা। সিরিয়ালটি বেশ কিছুদিন আগে বন্ধ করে দিয়েছে স্টার জলসা। মাত্র তিন মাসের মাথায় ‘মাধবীলতা’র এমন পরিণতি আশা করতে পারেননি দর্শকরা।

এই রিপোর্ট থেকে আরও একবার প্রমাণ হয়ে গেল টিআরপি দিয়ে ব্যবসায়িক লাভ-ক্ষতির হিসেব হলেও জনপ্রিয়তা মাপা যায় না। অনেক নতুন নতুন সিরিয়াল এসেছে, মিঠাইকে সরিয়ে তারা টিআরপি টপারও হচ্ছে। কিন্তু দর্শকদের বিচারে আজও মিঠাই রাণীই সেরা। তার জায়গা নিতে পারেনি কেউ।