Richest Person in India : সম্প্রতি হুরুন ইন্ডিয়া ও ৩৬০ ওয়েল্থের একটি সমীক্ষা প্রকাশ পেয়েছে। এই সমীক্ষায় দেখা গেছে, ভারতের বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) দেশের ধনীদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দেশের ওপর অন্যতম ব্যবসায়ী গৌতম আদনি (Gautam Adani)। আসুন জেনে নেওয়া যাক দেশের কোন কোন ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ হাজার কোটির উপরে রয়েছে। হুরুনের এই তালিকা অনুযায়ী, ভারতে ১৩১৯ জন নাগরিকের মোট সম্পত্তি ১০০০ কোটির উপর (Who is the top 10 richest person in India?)।
ভারতে কোটিপতিদের সংখ্যা ২৫৯। এই সংখ্যা গত বছরের তুলনায় ৩৮ জন বেড়েছে। তালিকায় নতুন যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে অনেকেই ফার্মা সেক্টরের ব্যবসায় রয়েছেন। তাঁদেরই মধ্যে অন্যতম ‘জোপ্টো’র সিইও কৌবল্য ভোহরা, যাঁর বয়স ২০ বছর। হুরুনের তালিকা অনুযায়ী, দেশের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮০৮,৭০০ কোটি টাকা।
মুকেশ আম্বানিই দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। ৬৬ বছর বয়সী মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সম্পত্তির পরিমাণ ২ শতাংশ বেড়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি। আদানি পরিবারের মোট সম্পত্তি ৪৭৪,৮০০ কোটি টাকা। গত কয়েক মাস ধরে হিন্ডেনবার্গের রিপোর্ট ঘিরে বেশ কিছুটা চর্চায় ছিলেন গৌতম আদানি।
গৌতম আদানির পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৫৭ শতাংশ কমেছে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাইরাস পুনাওয়ালা। সাইরাস পুনাওয়ালার মোট সম্পত্তির পরিমাণ ২৭৮,৫০০ কোটি টাকা। সাইরাসদের সিরাম ইনস্টিটিউটের হাত ধরে দেশ কোভিড কালে পেয়েছে করোনা রোখার টিকা। এই সাইরাস পুনাওয়ালা (Cyrus S. Poonawalla) -র পরিবারের মোট সম্পত্তি বেড়েছে ৩৬ শতাংশ।
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শিব নাদার (Shib Nadar) -ও তাঁর পরিবার। তাঁদের পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ২২৮৯০০ কোটি টাকা। এরপর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন হিন্দুজা গোষ্ঠীর গোপীচাঁদ হিন্দুজা (Gopichand Hinduja) -ও তাঁর পরিবার। হিন্দুজা পরিবারের মোট আয় ১৭৬,৫০০ কোটি টাকা। এই তালিকায় ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে দিলীপ সাংভি।
আরও পড়ুন : মাসে কত টাকা বেতন পান মুকেশ আম্বানি? শুনলে হাঁ হয়ে যাবেন আপনি
আরও পড়ুন : Mukesh Ambani সারাদিনে কি কি খান? দেখে নিন মুকেশ আম্বানির ডায়েট চার্ট
এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন লক্ষ্মী মিত্তল (Lakshmi Mittal)। ধনীর তালিকায় অষ্টম স্থানে রয়েছেন রাধাকৃষ্ণাণ দামানি (Radhakishan Damani)। তালিকায় নবম স্থানে রয়েছেন কুমার মঙ্গলম বিড়লা (Kumar Mangalam Birla)। নিরজ বাজাজ রয়েছেন ধনীর তালিকায় দশম স্থানে। ধনীর এই তালিকায় বিড়লা, হিন্দুজা, বাজাজদের কয়েক ক্রোশ দূরে ফেলে ধনীর তালিকায় এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির পরিবার।