উত্তর দিতে পারলেই ৭ কোটি! এই পৌরাণিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস

Kaun Banega Crorepati : টেলিভিশনের এক জনপ্রিয় শো হলো কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati)। আর এর সঞ্চালনায় দায়িত্বে আছেন বলিউড (Bollywood) -র অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এখানে এসে প্রশ্নের সঠিক উত্তর দিলেন জেতা যায় কোটি কোটি টাকা। আর এবার কৌন বনেগা ক্রোড়পতি ১৫ নম্বর সিজন পেল তার প্রথম কোটিপতি। পঞ্জাবের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা জসকরন সিং (Jaskaran singh) নামের এক যুবকই ‘বনেগা ক্রোড়পতি’।

কৌন বনেগা ক্রোড়পতি’, এই রিয়্যালিটি শো যবে থেকে টিভির পর্দায় এসেছে, সাধারণের কাছে ভাগ্য বদলের এক দরজা খুলে গিয়েছে। কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলেই মোটা টাকার মালিক হওয়া যায় রাতারাতি। তাই এই শোয়ে এক এক ব্যক্তির ভাগ্য বদলের সাক্ষী থাকতে বহু মানুষ টিভি খুলে বসে থাকেন। যার ফলে এই রিয়্যালিটি শোয়ে TRP-ও বহু।

Kaun Banega Crorepati

অমিতাভ বচ্চন সঞ্চালিত এই শোয়ে বর্তমান ১৫ তম সিজ়ন চলছে। যেখানে এক ব্যক্তি পেয়ে গেলেন কোটি টাকা। পঞ্জাবের খারলা গ্রামের ২১ বছরের যুবক জসকরন সিং কেবিসি-র মঞ্চ থেকে নিয়ে বাড়ি ফিরলেন ১ কোটি টাকা। জানা গেছে ওই টাকা নিজের বাবার হাতে তুলে দেবে ওই যুবক। আসলে ঐ জীবনের পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ।

জসকরনের বাবা ক্যাটারিংয়ের কাজ করেন। ঠাকুরদা বিক্রি করেন ছোলে ভাটুরে। ঠাকুমা ছোট একটি সব্জির দোকান চালান। পঞ্জাবের খলরাতে বসবাস এই পরিবারের। সেখান থেকে চার ঘণ্টা দূরে জসকরনের কলেজ। রোজ বাসে চেপে কলেজে যাতায়াত করেন জসকরন। তার স্বপ্ন সিভিল সার্ভেন্ট হওয়ার। যে কারণে এখন ইউপিএস এর প্রস্তুতি নিচ্ছেন।

Kaun Banega Crorepati

তবে কৌন বনেগা ক্রোড়পতি খেলার জন্য পাঞ্জাব থেকে মুম্বাই আসতেও অনেক কষ্ট করতে হয়েছে জসকরনকে। প্লেনের টিকিট জোগাড় করতে তাকে প্রচুর কালঘাম ছোটাতে হয়েছে। তবে এদিন ৭ কোটি টাকা জিততে পারতো জসকরন। কিন্তু শেষ প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। প্রশ্নটি ছিলো ‘পদ্ম পুরাণ অনুসারে, কোন রাজাকে একশো বছর বাঁচতে হয়েছিল এক হরিণের অভিশাপের জেরে বাঘ হয়ে ?’ উত্তরে ছিল চার অপশন-A) ক্ষেমধুরতি B) ধর্মদত্ত C) মিতধ্বজ D) প্রভঞ্জন।

আরও পড়ুন : টুকে টুকেই সুপারস্টার! একাধিক দক্ষিণী ছবির ‘কপি’ করে বিখ্যাত হয়েছেন এই অভিনেতা

Kaun Banega Crorepati

আরও পড়ুন : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র, অবস্থা সংকটজনক জেনে উদ্বিগ্ন ভক্তরা

এই প্রশ্নেরসঠিক উত্তর হল D) প্রভঞ্জন। আর যে প্রশ্নটির উত্তর দিয়ে নিজের বাবার হাতে ১ কোটি টাকা তুলে দিতে পেরেছে। সেটি হলো, ১৯১১ সালে যখন কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়, তখন কে ছিলেন ভারতের ভাইসরয়? চারটি অপশন ছিল, A. লর্ড কার্জন, B. লর্ড হার্ডিঞ্জ, C. লর্ড মিন্টো, D. লর্ড রিড রিডিং। এর উত্তর লর্ড হার্ডিঞ্জ। তবে এদিন জসকরনের ১ কোটি টাকা জেতাতে আবেগপ্রবণ হয়ে পড়ে স্বয়ং বিগ বি।