অভিনয় দুনিয়ার এমন অনেক তারকা রয়েছেন যারা রাজনীতিতেও পা রেখেছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও ছাপ ফেলেছেন তারা। এদের মধ্যে কেউ লোকসভার সাংসদ হয়েছেন, কেউ অন্যান্য মন্ত্রীত্বের পদ পেয়েছেন, কেউ আবার হয়েছেন মুখ্যমন্ত্রী। কারা কারা রয়েছেন এই তালিকায়? জেনে নিন।
থ্যালাপতি বিজয় : দক্ষিণের এই সুপারস্টার অভিনেতা তার অভিনয় কেরিয়ারকে বিসর্জন দিয়েছেন রাজনীতিতে পা রাখবেন বলে। কিছুদিন আগেই বিজয় ঘোষণা করেন তিনি অভিনয় চিরতরে ছেড়ে দেবেন। কারণ এবার তিনি রাজনীতির পথে এগোবেন।
জয়ললিতা : দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার নায়িকা ছিলেন জয়ললিতা। কিন্তু তিনি তার কেরিয়ারের শীর্ষে থাকতেই অভিনয় ছেড়ে দেন। বদলে রাজনীতির পথে পা বাড়ান। রাজনীতিতেও তিনি শীর্ষস্থান দখল করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন জয়ললিতা।
জয়াপ্রদা : জয়াপ্রদা বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। হিন্দির পাশাপাশি তিনি বহু তেলেগু এবং তামিল ছবিতেও অভিনয় করেছেন। জয়াপ্রদা বিজেপি দলের প্রার্থী হিসেবে সাংসদ হয়েছিলেন।
স্মৃতি ইরানি : স্মৃতি ইরানিও একজন জনপ্রিয় অভিনেত্রী। তবে তার পরিসর ছিল হিন্দি টেলিভিশনে। ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের জন্য তিনি অনেক জনপ্রিয়তা পান। এখন তিনি অভিনয় থেকে অনেক দূরে রয়েছেন। বর্তমানে তিনি ক্যাবিনেট মন্ত্রী পদে রয়েছেন।
আরও পড়ুন : সাধারণ ঘরের মেয়ে থেকে রাজরানী! কীভাবে মুকেশ আম্বানির স্ত্রী হলেন নীতা আম্বানি?
চিরঞ্জীবী : দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীও অভিনয় ছেড়েছেন রাজনীতিতে আসবেন বলে। তিনি রাজনীতিতে তার নিজের দল গঠন করেন।
আরও পড়ুন : অহংকার সর্বনাশের মূল! কোথায় হারিয়ে গেলেন ‘রোজা’ সিনেমার নায়িকা?
সুনীল দত্ত : বলিউড সুপারস্টার সুনীল দত্ত অভিনয় ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ১৯৮৪ সালে কংগ্রেস পার্টিতে যোগদান করেন। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পদ পেয়েছিলেন তিনি।