গুণধর বাবার কুলাঙ্গার ছেলে, একাধিক সুযোগ পেয়েও আজ বলিউডে ফ্লপ এই স্টার কিডরা

নেপোটিজম বিতর্কে জেরবার বলিউড (Bollywood)। তবে এই বলিউডে নেপোটিজমের দৌলতে সুযোগ পাওয়া সহজ হলেও সেই সুযোগ ধরে রাখা কিন্তু বেশ কঠিন। বলিউডের প্রায় সব তারকাই কমবেশি নিজের সন্তানকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই হয়েছেন ব্যর্থ। বলিউড বারবার বুঝিয়ে দিয়েছে যোগ্যতা না থাকলে বাবার ‘ফেম’ কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না। একবার দেখে নিন এই তারকাদের তালিকা।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনের কেরিয়ার গড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ‘রিফিউজি’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় তার। ছবিটি কিন্তু ব্যর্থ হয়। এরপর বিগত দুই দশক ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন অভিষেক।

anhishek bachchan replied t a troller insulting his unemployment

অনিল কাপুর (Anil Kapoor) : অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর এবং মেয়ে সোনম কাপুরও বলিউডে পা রেখেছেন। কিন্তু সোনম বলিউডে তেমন জায়গা করে নিতে পারেননি। অন্যদিকে হর্ষবর্ধন ‘মির্জিয়া’ ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর তার অভিনীত ‘ভবেশ যোশি সুপারহিরো’ও মুখ থুবরে পড়ে।

দেব আনন্দ (Dev Anand) : দেব আনন্দের ছেলে সুনীল আনন্দও বলিউডে ভাগ্য পরীক্ষা করতে আসেন। সুনীল বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও সেগুলো দর্শকদের মনে জায়গা করে নিতে ব্যর্থ হয়। এরপর তিনি বলিউড থেকে বিদায় নেন।

জিতেন্দ্র (Jitendra) : ৮০ এর দশকে জিতেন্দ্রও বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে। জিতেন্দ্রর ছেলে তুষার কাপুরও বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তার অভিনয়জীবন তেমনভাবে সফল হয়নি। অনেক ছবিতে অভিনয় করার সুযোগ পেলেও নিজস্ব সিঙ্গেল হিট ছবি তিনি দিতে পারেননি।

মনোজ কুমার (Manoj Kumar) : মনোজ কুমার ছিলেন তার সমকালীন সময়ের সুপারহিট অভিনেতা। কিন্তু তার ছেলে কুনাল অভিনয় জগতে পা রাখলেও বেশিদূর এগোতে পারেননি। শীঘ্রই বলিউড থেকে বিদায় নিতে হয় তাকে।

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) : বলিউডের অন্যান্য সুপারস্টারদের মত মিঠুনও চেয়েছিলেন তার ছেলে যাতে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গড়তে পারেন। কিন্তু তার সন্তানরা বাবার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন।

সানি দেওল (Sunny Deol) : সানি দেওল তার ছেলে করণ দেওলকে ইন্ডাস্ট্রিতে জায়গা পাইয়ে দেওয়ার জন্য নিজে থেকেই একটি ছবি পরিচালনার সিদ্ধান্ত নেন। তবে ‘পল পল দিল কে পাস’ ছবিটি দর্শকদের সেভাবে নজর কাড়তে পারেনি।

রাজেন্দ্র কুমার (Rajendra Kumar) : রাজেন্দ্র কুমার সমকালীন সময়ের সেরা অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। কিন্তু তার ছেলে কুমার গৌরব বলিউডে প্রবেশ করলেও আত্মপ্রকাশে ব্যর্থ হন।

রাজ কাপুর (Raj Kapoor) : রাজ কাপুরের তিন সন্তানের মধ্যে রণধীর কাপুর এবং ঋষি কাপুর বলিউডে জায়গা করে নিতে পেরেছেন। কিন্তু তার সবথেকে ছোট সন্তান রাজীব কাপুর বলিউডে কেরিয়ার গড়তে পারেননি। রাজ কাপুরের তিন সন্তানের মধ্যে ঋষি কাপুর সবথেকে বেশি হিট ছবি উপহার দিতে পেরেছেন।

Sanjay Dutt Age, Wife, Family, Wiki, Biography & More

সুনীল দত্ত (Sunil Dutt) : বলিউডের তারকাদের মধ্যে থেকে একমাত্র সুনীল দত্তই কেবল তার সন্তান সঞ্জয় দত্তকে সফল অভিনেতা হিসেবে দেখতে পেরেছেন। কেরিয়ার শুরুর দিন থেকেই সঞ্জয় দত্ত অভিনীত ছবিগুলিকে পছন্দ করেছেন দর্শকরা।