Bollywood Star Kids Educational Qualification : বাবা-মা যদি তারকা হন তাহলে ছোটবেলা থেকেই খুবই আদর এবং বিলাসিতার মাঝে মানুষ হন তাদের সন্তানরা। ভবিষ্যতে এই তারকা সন্তানরাই বাবা-মাকে অনুসরণ করে অভিনয় দুনিয়াতে পা রাখার চেষ্টা করেন। বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা সন্তান রয়েছেন যারা ড্রাগের নেশায় আসক্ত। কেউ কেউ তো আবার জেল খেটেছেন! তাদের পড়াশোনার দৌড় (Educational Qualification) জানলে আপনি চমকে যাবেন।
আরিয়ান খান (Aryan Khan) : শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় এক মাস জেল খেটেছিলেন। আরিয়ান লন্ডনের সেভেনকস হাই স্কুলে পড়াশোনা করেন। তারপর তিনি ক্যালিফোর্নিয়াতে চলে যান উচ্চশিক্ষার জন্য।
অনন্যা পান্ডে (Ananya Panday) : চ্যাঙ্কি পান্ডের কন্যা খুব সহজেই বলিউড ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পেয়ে যান। অনন্যা এরই মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন। তবে তার অভিনয় দর্শকদের মোটেই পছন্দ হয়নি। তিনি ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়ে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া এন্ড লস অ্যাঞ্জেলেস থেকে স্নাতক হন।
খুশি কাপুর (Khushi Kapoor) : শ্রীদেবী কন্যা খুশি কাপুর প্রথমে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেন। তারপর তিনি অভিনয় নিয়ে উচ্চশিক্ষার জন্য নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ভর্তি হন। খুশি খুব শীঘ্রই বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন।
সুহানা খান (Suhana Khan) : আরিয়ান খানের ছোট বোন সুহানা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি হন ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করার জন্য। দেশে ফিরে সুহানা তার অভিনয় জীবন শুরু করার পথে পা বাড়িয়েছেন ‘দ্য আর্চিস’ এর হাত ধরে।
জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) : জাহ্নবীও ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রথমে পড়াশোনা করেন। তারপর তিনি লস এঞ্জেলসের লি স্ট্রাসবার্গ থিয়েটার এন্ড ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করেন। দেশে ফিরে এসে জাহ্নবী অভিনয় দুনিয়াতে পা রেখেছেন।
সারা আলি খান (Sara Ali Khan) : মুম্বাইয়ের মন্টেসরি স্কুলে পড়াশোনা করেছিলেন সারা। এরপর তিনিও উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যান। সারা নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়েছেন।
ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) : সারা আলি খানের ভাই ইব্রাহিম ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি লন্ডনের একটি বোর্ডিং স্কুল থেকে পড়াশোনা করেন।
আরও পড়ুন : বলিউডের সবথেকে অশিক্ষিত পরিবার, কাপুর পরিবারের বিদ্যের দৌড় জানলে লজ্জা পাবেন আপনিও
নব্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda) : অমিতাভ বচ্চনের নাতনি নব্যা প্রথমে লন্ডন স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর তিনি ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে ডিজিটাল প্রযুক্তি এবং ইউকেস ডিজাইনে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
আরও পড়ুন : ৬ সন্তান থাকতেও বুড়ো বয়সে বাবাকে দেখে না কেউ! আক্ষেপে মুখ খুললেন ধর্মেন্দ্র